বাঁকুড়া সরকারি পলিটেকনিক
অবয়ব
ধরন | পলিটেকনিক কলেজ |
---|---|
স্থাপিত | ২০১৩ |
অবস্থান | কালপাথর, বাঁকুড়া , , ২৩°১৩′১১″ উত্তর ৮৬°৫৬′৩১″ পূর্ব / ২৩.২১৯৬° উত্তর ৮৬.৯৪১৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | আধা-শহুরে |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় কারিগরী পরিষদ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট[১] |
বাঁকুড়া সরকারি পলিটেকনিক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কালপাথরে অবস্থিতএকটি সরকারি পলিটেকনিক।[২] এই পলিটেকনিক কলেজ পশ্চিমবঙ্গের টেকনিক্যাল শিক্ষা কাউন্সিলের সাথে যুক্ত, এবং নিউ দিল্লির এআইসিটিই (AICTE), দ্বারা স্বীকৃত। এই পলিটেকনিক কলেজটিতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং মেটালার্জিক্যাল, ডিপ্লোমা কোর্সগুলিতে ডিগ্রি প্রদান করা হয়।
ভর্তি প্রক্রিয়া
[সম্পাদনা]প্রতি বছর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ প্রথম বর্ষের ডিপ্লোমা কোর্সের জন্য JEXPO-এর মাধ্যমে ভর্তি নেওয়া হয়। দ্বিতীয় বর্ষের ভর্তি প্রতি বছর VOCET এর মাধ্যমে নেওয়া হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Affiliated Polytechnic with the West Bengal State Council of Technical Education"। ১৬ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩।
- ↑ "বাঁকুড়া সরকারি পলিটেকনিক"। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩।