তৈলাফাং ঝর্ণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তৈলাফাং ঝর্ণা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। এটি খাগড়াছড়ি জেলার নতুন ঝর্ণাগুলোর মাঝে একটি। বর্ষাকালে ঝর্ণার পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়।[১] [২]

অবস্থান[সম্পাদনা]

এটি পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কাতালমনি ত্রিপুরা পাড়ায় অবস্থিত।[৩] ঝর্ণাটি প্রায় ৫০ ফুট উঁচু আর ২০ ফুট প্রশস্ত।[৪]

এই ঝর্ণায় পৌঁছানোর একাধিক পথ আছে যার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি হয়ে রয়েছে একটি পথ এবং পানছড়ি উপজেলার মরাটিলা দিয়েও রয়েছে আর একটি পথ|খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রা করে কাতালমনি পাড়া-ভাইবোনছড়া সংযোগ সড়কে নামতে হবে। সেখান থেকে কাতালমনি পাড়ার দূরত্ব ৬/৭ কিলোমিটার। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঘুরে আসুন তৈলাফাং ঝর্ণায়"। সিএইচটি টাইমস। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  2. "ঘুরে আসুন তৈলাফাং ঝর্ণায়"। দৈনিক অধিকার। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  3. "আহ্ ! তৈলাফাং ঝর্ণা"। পাহাড় ২৪। ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  4. কমল, সাগর চক্রবর্তী। "পর্যটকদের নতুন গন্তব্য 'তৈলাফাং' ঝরনা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  5. "পর্যটকদের নতুন গন্তব্য 'তৈলাফাং' ঝরনা"। সময় এখন। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩