ডেনিস ম্যাকঅ্যাডাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডেনিস প্যাট্রিসিয়া ম্যাকঅ্যাডাম লন্ডনে অবস্থিত একজন স্কটিশ সেলিব্রিটি কেশবেশকার।

রাজপরিবারের অনেক সদস্যের চুল কেটে দেন ডেনিস। ১৯৭০ এর দশকের মাঝামাঝি থেকে তিনি বো ডেরেক, ব্রিট একল্যান্ড, রোনান কিটিং, গ্রেস কেলি, সেড, ফ্রাঙ্ক সিনাত্রা, জেএলএস এবং দ্য স্যাটারডেস সহ অন্যান্য পাবলিক ফিগারদের জন্য কাজ করেছেন। [১]

জুন ২০১০ সালে রানীর জন্মদিনের সম্মানের অংশ হিসাবে ম্যাকঅ্যাডাম রয়্যাল ভিক্টোরিয়ান মেডেল পেয়েছিলেন, "রাজপরিবারের জন্য কেশ পরিষেবার জন্য"। [২] ২০১৪ সালে তিনি বিবিসি টিভি সিরিজ হেয়ারে প্রধান বিচারকদের একজন হিসাবে উপস্থিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Interview: Denise McAdam, the Scottish hairdresser"। The Scotsman। ১৫ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১০ 
  2. Birthday Honours: Royal Victorian MedalThe Independent। ১২ জুন ২০১০।