রোনান কিটিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রোনান কেটিং থেকে পুনর্নির্দেশিত)
রোনান কিটিং
রোনান কিটিং
রোনান কিটিং
প্রাথমিক তথ্য
জন্মনামRonan Patrick John Keating[১]
জন্ম (1977-03-03) ৩ মার্চ ১৯৭৭ (বয়স ৪৭)
সোর্ডস, ডাবলিন, আয়ারল্যান্ড
ধরনPop, dance pop, folk rock, electropop
পেশাMusician, singer-songwriter, television/radio personality, actor, composer
কার্যকাল1993–present
লেবেলPolydor
ওয়েবসাইটRonanKeating.com

রোনান প্যাট্রিক জন কিটিং[১] (জন্ম: ৩রা মার্চ, ১৯৭৭) হলেন একজন আইরিশ রেকর্ডিং শিল্পী, গায়ক-গীতিকার, বাদ্যকার ও মানবপ্রেমিক। ১৯৯৪ সালে বয়জোনের লিড সিঙ্গার হিসেবে কেইথ ডাফি, মিকি গ্রাহাম, শেন লিঞ্চস্টিফেন গেটলির সঙ্গে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। তার একক কেরিয়ারের শুরু ১৯৯৯ সালে এবং এর ফলস্রুতি ৯টি স্টুডিও অ্যালবাম। তিনি ব্যাপক জনপ্রিয়তা পান তার "হোয়েন ইউ সে নাথিং অ্যাট অল" গানটির জন্য। এই গানটি নটিং হিল চলচ্চিত্রের অন্তর্ভুক্ত হয়েছিল এবং একাধিক দেশে জনপ্রিয়তা পেয়েছিল। একক শিল্পী হিসেবে সারা বিশ্বে কিটিং-এর ৩৫ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়েছে।[২]

কিটিং, মেরি কিটিং ফাউন্ডেশন নামে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানের হয়ে প্রচার চালান। এই প্রতিষ্ঠান স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। সংস্থাটি কিটিং-এর মায়ের নামাঙ্কিত, যিনি ১৯৯৮ সালে নিজে ওই অসুখে মারা গিয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ronan Keating Biography"Sing365.com। ৯ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১১ 
  2. "The success story rolls on"। Timesofmalta.com। ১৩ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১১