দিল্লিতে অ্যালকোহল বিষক্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৯১ সালের ৫ নভেম্বর দিল্লিতে অ্যালকোহলের বিষক্রিয়ায় ১৯৯ জনের মৃত্যু হয়েছিল যখন তারা অবৈধ মদ পান করে। তাদের বেশিরভাগই নৈমিত্তিক শ্রমিক এবং রিকশাচালক যারা কার্পুর আসভ বা সুরা, তথাকথিত আয়ুর্বেদিক ওষুধ সেবন করার পরে মারা গিয়েছিল।[১] এই 'কার্পুর আসভ' উত্তর প্রদেশের গাজিয়াবাদে অবস্থিত কর্নাল ফার্মেসি নামে একটি ফার্ম তৈরি করেছে। পরীক্ষা নিশ্চিত করেছে যে এই 'কার্পুর আসভ'-এ মিথাইল অ্যালকোহল রয়েছে। দিল্লি প্রশাসন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫২ এর অধীনে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক জগদীশ চন্দ্রের সভাপতিত্বে একটি এক সদস্যের তদন্ত কমিশন গঠন করে।[২]

আরো দেখুন[সম্পাদনা]

ভারতে অ্যালকোহল বিষক্রিয়ার তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Menon, Ramesh (৩০ নভেম্বর ১৯৯১)। "Over 200 deaths expose racket in ayurvedic drugs in Delhi"। India Today। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮ 
  2. "ls/lsdeb/ls10/ses2/11221191"। parliamentofindia.nic.in। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২০