জেসমিন সেলবার্গ
জেসমিন সেলবার্গ | |
---|---|
জন্ম | |
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) |
উপাধি | মিস সুপারন্যাশনাল জার্মানি ২০২২ মিস ইন্টারন্যাশনাল ২০২২ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | স্বর্ণকেশী |
চোখের রং | নীল |
প্রধান প্রতিযোগিতা | মিস গ্লোব ২০২১ (শীর্ষ ১৫) মিস ইউনিভার্স জার্মানি ২০২২ (শীর্ষ ১৬) মিস সুপারন্যাশনাল ২০২২ (জায়গা পান নি) মিস ইন্টারন্যাশনাল ২০২২ (বিজয়ী) |
জেসমিন সেলবার্গ (জন্ম ৮ আগস্ট, ১৯৯৯) হলেন একজন এস্তোনীয়-জার্মান মডেল ও সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী। তিনি জাপানের টোকিওর টোকিও ডোম সিটি হলে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০২২ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।[১][২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]সেলবার্গের জন্ম এস্তোনিয়ার তালিন শহরে। তার এক বছর বয়সে তার পরিবার এস্তোনিয়া থেকে জার্মানি চলে আসে। তিনি বোচুম রুহর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং দর্শনে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়াশুনা করছেন।
সৌন্দর্য প্রতিযোগিতা
[সম্পাদনা]৫ নভেম্বর, ২০২১ সালে সেলবার্গ মিস গ্লোব ২০২১ প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেন এবং তিনি এতে মিস সোশ্যাল মিডিয়া পুরস্কারের পাশাপাশি শীর্ষ ১৫-এর মধ্যে স্থান লাভ করেন।
সেলবার্গ মিস ইউনিভার্স জার্মানি ২০২২ প্রতিযোগিতায় অংশ নেন এবং শীর্ষ ১৬-এ থেকে প্রতিযোগিতা শেষ করেন।
মিস সুপ্রান্যাশনাল জার্মানি ২০২২-এর বিজয়ী সাবরিনা বাইন্ডার, মিস সুপ্রান্যাশনাল ২০২২-এ প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম হলে সেলবার্গ উক্ত প্রতিযোগিতায় তার স্থলাভিষিক্ত হন। সেলবার্গ মিস সুপ্রান্যাশনাল ২০২২ প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেন।
সেলবার্গ মিস ইন্টারন্যাশনাল জার্মানি ২০২২ প্রতিযোগিতায় যোগ দেন এবং শিরোপা জেতেন। পরে সেলবার্গ ২০২২ সালের মিস ইন্টারন্যাশনালে জার্মানির প্রতিনিধিত্ব করেন এবং ২০২২ সালের ১৩ ডিসেম্বর জাপানের টোকিওতে এই শিরোপা জয় করেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Adina, Armin (২০২২-১২-১৩)। "Jasmin Selberg from Germany is Miss International 2022" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩।
- ↑ "Miss Germany Jasmin Selberg wins Miss International 2022"। GMA News Online (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩।
- ↑ Uson, Melanie (২০২২-১২-১৩)। "Get to know the newly crowned Miss International 2022 Jasmin Selberg"। Philstar Life (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩।
- ↑ "PH bet Hannah Arnold ends Miss International journey in Top 15"। CNN Philippines (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-১৩। ২০২২-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩।