স্প্রুস আইল্যান্ড (আলাস্কা)
ভূগোল | |
---|---|
অবস্থান | উত্তর প্রশান্ত মহাসাগর |
স্থানাঙ্ক | ৫৭°৫৫′০৫″ উত্তর ১৫২°২৪′৩৫″ পশ্চিম / ৫৭.৯১৮০৬° উত্তর ১৫২.৪০৯৭২° পশ্চিম |
দ্বীপপুঞ্জ | কোডিয়াক |
আয়তন | ১৭.৭৮৬ বর্গমাইল (৪৬.০৭ বর্গকিলোমিটার) |
সর্বোচ্চ উচ্চতা | ১,৩৩৯ ফুট (৪০৮.১ মিটার) |
প্রশাসন | |
রাজ্য | আলাস্কা |
পৌরসভা | কোডিয়াক আইল্যান্ড |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ২৪২ (২০০০) |
স্প্রুস আইল্যান্ড (রুশ: Еловый остров) হল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য আলাস্কার কোডিয়াক দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি কোডিয়াক দ্বীপের উত্তর-পশ্চিম কোণের সংকীর্ণ প্রণালী বরাবর অবস্থিত।
জনমিতি
[সম্পাদনা]স্প্রুস আইল্যান্ডের স্থল-আয়তন ৪৬.০৬৬কিমি²;(১৭.৭৮৬ বর্গ মি) এবং ২০০০ সালের জনগণনা অনুযায়ী দ্বীপটির জনসংখ্যা মাত্র ২৪২,[১] অধিকাংশ মানুষ দ্বীপটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওউজিনকিই শহরে বসবাস করে।
ইতিহাস
[সম্পাদনা]১৮০৮ থেকে ১৮১৮ সালের মধ্যে স্প্রুস আইল্যান্ড ছিল খ্রিস্টান পাদ্রি হেরমানের আশ্রম। হেরমানকে পরবর্তীকালে একজন সন্ত হিসেবে সম্মানিত করা হয় এবং আমেরিকায় অর্থোডক্স চার্চের প্রসারে তাকে প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত করা হয়েছিল। সেন্ট হেরমান এই দ্বীপের নাম দেন "নিউ ভালাম"(রুশ: Ново-Валаамский)। উক্ত কারণে দ্বীপটি অর্থোডক্স খ্রিস্টানদের তীর্থক্ষেত্র।
২০০৮ সালে উত্তর সাইবেরিয়ার ইয়াকুট্স্ক শহরের মেয়রের পরিচালিত একটি গবেষক দল দাবি করে যে স্প্রুস আইল্যান্ড রাশিয়ান অর্থোডক্স চার্চের অন্তর্ভুক্ত কারণ আলাস্কা ক্রয়ের সময় দ্বীপটির কর্তৃপক্ষ রাশিয়ান সাম্রাজ্যের কাছে ছিল না।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Spruce Island: Blocks 2034 thru 2045, Census Tract 1, Kodiak Island Borough, Alaska United States Census Bureau
- ↑ Tetraultfarber, G. "After Crimea, Russians Say They Want Alaska Back". The Moscow Times. April 1, 2014.