বিষয়বস্তুতে চলুন

লাই (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাই
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকহনু রাঘবপুদি
প্রযোজকরাম অচন্ত
গোপীচাঁদ অচন্ত
অনিল সুনকরা
রচয়িতাহনু রাঘবপুদি
জাক্কা হরিপ্রসাদ
শ্রেষ্ঠাংশেনিতিন
অর্জুন সারজা
মেঘা আকাশ
সুরকারমণি শর্মা
চিত্রগ্রাহকজে. যুবরাজ
সম্পাদকএস. আর. শেখর
প্রযোজনা
কোম্পানি
১৪ রিলস এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১১ আগস্ট ২০১৭ (2017-08-11)
স্থিতিকাল১৪১ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু

লাই: লাভ ইন্টেলিজেন্সি এনমিটি (ইংরেজি: LIE: Love Intelligence Enmity) হলো ২০১৭ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নিতিন, অর্জুন সারজা এবং নবাগতা মেঘা আকাশ। চলচ্চিত্রটি ২০১৭ সালের ১১ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পায় এবং এটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পায়।[][]

অভিনয়ে

[সম্পাদনা]
  • নিতিন — সত্যম
  • অর্জুন সারজা — পদ্মনাভম, একজন জাদুকর এবং দক্ষ বুদ্ধিমত্তার অপরাধী
  • মেঘা আকাশ — চৈত্রা, সত্যমের প্রেমের আগ্রহ
  • শ্রীরাম — আদি, কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার
  • রবি কিষাণ — ভরদ্বাজ
  • অজয় — অজয়​, পদ্মনাভমের কর্মী
  • নছর — বিশ্বনাধম
  • সুরেশ — সত্যমের বাবা
  • পূর্ণিমা — সত্যমের মা
  • ব্রহ্মাজী — নারদ
  • রাজীব কনকলা — চৈত্রার পিতা
  • প্রুধ্বী রাজ — ইন্দ্রুদু
  • সূর্য — শ্রীহরি
  • মধুনন্দন — বেন্নেলা, সত্যমের বন্ধু
  • চন্দিনী চৌধুরী — সত্যমের প্রস্তাবিত স্ত্রী
  • প্রমোদিনী পম্মী — চৈত্রার মা
  • আশিস গান্ধী — পুলিশ
  • কাদম্বরী কিরণ — ট্রাভেল এজেন্ট হিসেবে
  • জিব্রিল ট্রেসি — মুগার
  • জাহ্নবী দাসেট্টি — চৈত্রার বন্ধু
  • অপ্পাজি অম্বারিশা দরভা — চিত্রকর (কণ্ঠ দিয়েছেন হেমচন্দ্র)

সাউন্ডট্র্যাক

[সম্পাদনা]
লাই
মণি শর্মা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১২ জুন ২০১৭
শব্দধারণের সময়২০১৭
ঘরানাসাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৬:৩৮
সঙ্গীত প্রকাশনীআদিত্য মিউজিক
প্রযোজকমণি শর্মা
মণি শর্মা কালক্রম
আড়দুগুলা বুলেট
(২০১৭)
লাই
(২০১৭)
বালাকৃষ্ণডু
(২০১৭)
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."বোম্ভাট"কাসারলা শ্যামরাহুল সিপলিগুঞ্জ, রম্যা বেহারা৪:০২
২."মিস সানশাইন"কৃষ্ণকান্তঅনুরাগ কুলকার্নি, সিন্দুরি৩:৫৬
৩."লাগ্গাম টাইম"কৃষ্ণকান্তসাইসরন, সহিতি চগন্তি৪:৫২
৪."ফ্রিডম"কৃষ্ণকান্তঅনুরাগ কুলকার্নি, রম্যা বেহারা৩:৪৮
মোট দৈর্ঘ্য:১৬:৩৮

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]