টেডি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেডি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকশক্তি সৌন্দর রাজন
প্রযোজককে. ই. জ্ঞানভেল রাজা
রচয়িতাশক্তি সৌন্দর রাজন
শ্রেষ্ঠাংশেআর্য
সায়েশা
সতীশ
সুরকারডি. ইমান
চিত্রগ্রাহকএস.যুব
সম্পাদকটি. শিবানন্দীশ্বরন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকডিজনি+ হটস্টার
মুক্তি
  • ১২ মার্চ ২০২১ (2021-03-12)
স্থিতিকাল১৩৬ মিনিট
দেশভারত
ভাষাতামিল

টেডি হলো একটি ২০২১ সালের ভারতীয় তামিল ভাষার ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম যা শক্তি সৌন্দর রাজন রচনা ও পরিচালনা করেছেন। সতীশ , করুণাকরণ এবং মাগিজ থিরুমেনি এই ছবিতে সহকারী ভূমিকায় অভিনয় করেছেন। এটি প্রথম তামিল চলচ্চিত্র যা ভারতীয় অ্যানিমেশন কোম্পানিকে একটি বিশেষ অ্যানিমেটেড চরিত্র ডিজাইন করার জন্য ব্যবহার করে এবং কোচদাইইয়ান (2014) এর পরে তামিল ভাষায় দ্বিতীয় মোশন-ক্যাপচার চলচ্চিত্র। এটি ১২ই মার্চ ২০২১ তারিখে হটস্টার এ বিশ্বব্যাপী মুক্তি পায়।[১][২][৩]

অভিনয়ে[সম্পাদনা]

  • শিবনারায়ণ বা শিবের চরিত্রে আর্য
  • সায়েশা সায়গল শ্রীবিদ্যা পুরুষোত্তমন বা শ্রী চরিত্রে
  • টেডি চরিত্রে নিম্মি হর্ষন (কণ্ঠস্বর) এবং ইবি গোকুলান (মোশন ক্যাপচার)
  • ডাঃ প্রিয়া গোপাল চরিত্রে সাক্ষী আগরওয়াল ( অতিথি উপস্থিতি )
  • ডাঃ ভারদারাজনের ভূমিকায় মাগিজ থিরুমেনি
  • রামচন্দ্রনের চরিত্রে সতীশ ( শিবের বন্ধু)
  • কার্তিক চরিত্রে করুণাকরন
  • ঋষির চরিত্রে রাজা রুদ্রকোদি (শ্রীবিদ্যার প্রেমিক)
  • সারার চরিত্রে মাসুম শঙ্কর
  • শ্রীবিদ্যার বাবা পুরুষোত্তমন চরিত্রে আরএনআর মনোহর
  • শ্রীবিদ্যার মায়ের ভূমিকায় মোনা বেদ্রে
  • লক্ষ্মীর চরিত্রে প্রবীণা (শিবের মা)
  • বরধরজানের সহকারী হিসেবে আবদুল লি
  • হরিশের চরিত্রে শাবির কল্লারক্কল
  • প্রদীপ কে বিজয়ন
  • র‍্যাবিডস হিসেবে ইয়োন পেরিভার

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Arya's latest 'Teddy' is first Tamil film to use Indian animation"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬ 
  2. "Motion capture technology brings Teddy alive on screen - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬ 
  3. "Arya and Sayyeshaa's 'Teddy' to release on OTT"The News Minute (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬