জ্ঞান পূজারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজিরাঙ্গায় পূজারি

জ্ঞান পূজারি একজন অসমীয়া লেখক, যিনি ৪৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রের সেরা বইয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগে গোল্ডেন লোটাস পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০১৬ সালে, মেঘমালার ভ্রমণ নামে তাঁর কবিতা-সংগ্রহের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। [১] [২] তিনি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া ভাষায় স্নাতকোত্তর করেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "..:: SAHITYA : Akademi Awards ::.."sahitya-akademi.gov.in। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৮ 
  2. "Sahitya Akademi award for four NE writers - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৮ 
  3. "Akademi honours 4 from NE"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৮