সীরাতুন নোমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীরাতুন নোমান
মূল সংস্করণের প্রচ্ছদ
লেখকশিবলী নোমানী
মূল শিরোনামউর্দু: سیرت النعمان‎‎
দেশব্রিটিশ ভারত
ভাষাউর্দু
বিষয়আবু হানিফা
ধরনজীবনী
প্রকাশিত১৮৯৩
মিডিয়া ধরনশক্তমলাট
আইএসবিএন৯৭৮৯৮৩৯৫৪১৯৯১ (ইংরেজি সংস্করণ)
ওসিএলসি৭০৭১৯৯
৩৪০/.০৯২/৪বি
এলসি শ্রেণীকেবিপি৩০০.এ২৭২ এস৫৫১৩ ১৯৭২
ওয়েবসাইটshibliebooks.com

সীরাতুন নোমান (উর্দু: سیرت النعمان‎‎) আবু হানিফাকে নিয়ে লিখিত শিবলী নোমানীর একটি জীবনী সাহিত্য। ১৮৯৩ সালের ১৫ ডিসেম্বর গ্রন্থটি রচনার কাজ শেষ হয়। এটি তার রচিত দ্বিতীয় গ্রন্থ। গ্রন্থটি দুইভাগে বিভক্ত। প্রথম ভাগে আবু হানিফার ব্যক্তি জীবন, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এবং দ্বিতীয় অংশে তার উসূলে ফিকহ ও ইলমে কালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে।[১] আবু হানিফার জীবনের উপর লিখিত গ্রন্থসমূহের মধ্যে এটি এখনও অতুলনীয়। গ্রন্থটিতে আবু হানিফার জীবন ও কর্মের পাশাপাশি হানাফি মাযহাবের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে।[২]

বর্ণনা[সম্পাদনা]

গ্রন্থটির প্রথম অংশে শিবলী নোমানী আবু হানিফার জীবন, জ্ঞানসাধনা, কর্মযজ্ঞ, তার সম্বন্ধে প্রচলিত অতিরঞ্জিত কাহিনীগুলোর জবাব, তার সহজাত মেধা ও গভীর প্রজ্ঞার নিদর্শন সহ তার চরিত্র, জ্ঞানের ক্ষেত্রে ছাত্রদের পৃষ্ঠপোষকতার বিষয়গুলো তুলে এনেছেন। একইসাথে আবু হানিফার ব্যাপারে প্রচলিত অভিযোগের যৌক্তিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয় অংশটিতে এসেছে আবু হানিফার চিন্তা দর্শন ও রচনাবলি নিয়ে সবিস্তর আলোচনা।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ৫৩–৬৩। আইএসবিএন 9789849039107 
  2. হাদি হুসাইন, মুহাম্মদ (অক্টোবর ১৯৭৪)। "বই রিভিউ: ইমাম আবু হানিফার জীবন ও কর্ম"ইকবাল রিভিউআইএসএসএন 0021-0773। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  3. সূচিপত্র থেকে সংগৃহীত

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]