ওয়ালভিস বে বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওয়ালভিস বে বন্দর হল নামিবিয়ার বৃহত্তম বাণিজ্যিক বন্দর। বন্দরটি আটলান্টিক মহাসাগরের উপকূলে ওয়ালভিস উপসাগরের তীরে এরংগো অঞ্চলের ওয়ালভিস বে শহরে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৪ সালের ২৮শে ফেব্রুয়ারি সরকারি গেজেটে (৮১০ নং) নামিবিয়ান পোর্ট অথরিটি অ্যাক্ট, ১৯৯৪ (১৯৯৪ সালের আইন ২) জারি করার ঘোষণা করার হয়। ১৯৯৪ সালের ২৫শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত, এই আইনটি "নামিবিয়ার বন্দর ও বাতিঘরগুলির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য নামিবিয়ান বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা এবং এর সাথে সম্পর্কিত সুবিধা ও পরিষেবার বিধান; এবং আনুষঙ্গিক বিষয়গুলির জন্য প্রদান করা হয়।" কোল্ড স্টোরেজ চুক্তির সম্প্রসারণ ১৯৯৫ সালে করা হয়, যা মাছ ধরার শিল্পে ওয়ালভিস বে বন্দরের পরিষেবা উন্নত করতে কাজ করে। লুদেরিৎজ বন্দর ও দিয়াজ পয়েন্টে অবস্থিত বাতিঘর আনুষ্ঠানিক ভাবে নামপোর্টে স্থানান্তর করা হয়।[১]

ওয়ালভিস বে বন্দরে ৪০ হেক্টর পুনরুদ্ধারকৃত জমিতে ২০১৪ সালে নতুন কনটেইনার টার্মিনাল প্রকল্পের সূচনা করা হয়। গভীর জলের বন্দর বিকাশের লক্ষ্যে লুডেরিৎজ বন্দরের উত্তরে আংরা পয়েন্টে ভূমি এলাকায় নামপোর্টের বন্দরের সীমা ও শিরোনাম সম্প্রসারণের জন্য আবেদন করা হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Namport History"। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১