জাগো আর্ট সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাগো আর্ট সেন্টার বাংলাদেশ প্রাচীনতম নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি ১৯৫৯ সালে বাংলাদেশী গওহর জামিল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন বাংলাদেশ নৃত্যশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নৃত্যশিক্ষা ও পরিবেশনা উভয় ক্ষেত্রেই জাগো আর্ট সেন্টার কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উপকেন্দ্র রয়েছে। এ উপকেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নৃত্য পরিবেশন করা হয়। ঢাকায় প্রতিষ্ঠানটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। [১]  

বৈদেশিক কর্মকাণ্ড[সম্পাদনা]

জাগো আর্ট সেন্টার ২০১২ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল থিয়েটার হলে "রেইনবো ইন এ হার্ট" নৃত্যনাটকটি মঞ্চস্থ করে। “দ্য রেইনবো ইন এ হার্ট” বিদেশের মাটিতে জাগো আর্ট সেন্টারের পরিবেশিত প্রথম নৃত্যনাট্য। এ নৃত্যনাট্যে দেখানো হয় যে একজন সত্যিকারের মা যেমন তার সন্তানকে ভালবাসা এবং স্নেহ প্রদর্শনের মাধ্যমে বাঁচাতে পারেন, ঠিক তেমনি পৃথিবী নামক মা আমাদের রক্ষা করবে যদি আমরা তার প্রতি সত্যিকারের স্নেহ প্রদর্শন করি। বেশ কিছু কিশোর -কিশোরী নাটকে অভিনয় করে। যুক্তরাষ্ট্রভিত্তিক জাগো আর্ট সেন্টার বাংলাদেশের প্রখ্যাত নৃত্য মাস্টার গওহর জামিলের প্রতিষ্ঠিত সংগঠনের শাখা হিসেবে তার ছাত্র রোজমেরি মিতু গনসালভিস ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্র খুলেন।[২]

পরিচালনা[সম্পাদনা]

প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন সঙ্গীত পরিচালক মীর কাশেম খান। পরবর্তীতে গওহর জামিল নিজেই এর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে রওশন জামিলকে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এই সেন্টারের প্রতিষ্ঠাতা গওহর জামিল। তার মৃত্যুর পর প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী রওশন জামিল দীর্ঘকাল এর তত্ত্বাবধানে ছিলেন।[৩]

উল্লেখযোগ্য নৃত্য[সম্পাদনা]

  • আনারকলি
  • ওমর খৈয়ম
  • হাফিজের স্বপ্ন
  • মায়ের মুক্তি
  • সামান্য ক্ষতি
  • বাংলার নারীর হূদয়
  • প্রশ্ন[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাগো আর্ট সেন্টার"বাংলাপিডিয়া 
  2. "Jago Art Centre, US stages "Rainbow in a Heart""ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "নৃত্যগোষ্ঠী"বাংলাপিডিয়া 
  4. "ঐতিহ্যবাহী জাগো আর্ট সেন্টারে হামলা (ভিডিও)"দৈনিক কালেরকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১