ভাস্তোচিনি কসমাদ্রোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাস্তোচিনি কসমাদ্রোম

Soyuz-2.1a from Vostochny
সংস্থার রূপরেখা
গঠিত১ অগাস্ট ২০২১
যার এখতিয়ারভুক্তরাশিয়া সরকার
সদর দপ্তরসাউকোস্কি, আমুর ওব্লেস্ত
৫১°৫৩′০৪.৩৯″ উত্তর ১২৮°২০′০৫.২″ পূর্ব / ৫১.৮৮৪৫৫২৮° উত্তর ১২৮.৩৩৪৭৭৮° পূর্ব / 51.8845528; 128.334778
মূল সংস্থারসকসমস

ভাস্তোচিনি কসমাদ্রোম রাশিয়ার সুদূর পূর্বের আমুর ওব্লেস্তের ৫১তম সমান্তরাল উত্তরের উপরে স্থাপিত একটি রুশ মহাকাশ বন্দর। এটি কাজাখস্তানের বাইকনুর কসমাদ্রোমের উপর রাশিয়ার নির্ভরতা হ্রাস করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়। প্রথম উৎক্ষেপণটি ২০১৬ সালের ২৮শে এপ্রিল ০২:০১ ইউটিসি-তে অনুষ্ঠিত হয়। মহাকাশ বন্দরটিতে ২০২১ সালের ১ই জুলাই পর্যন্ত, সাতটি সাফল্য সহ মোট আটটি উৎক্ষেপণ করা হয়।[১][২][৩]

উৎক্ষেপণ[সম্পাদনা]

কমপ্লেক্সে প্রথম উৎক্ষেপণটি ২০১৬ সালের ২৮শে এপ্রিল ০২:০১ ইউটিসি-তে অনুষ্ঠিত হয়। এই উৎক্ষেপণে সাইট ১এস প্যাড থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে গামা-রশ্মি সংক্রান্ত জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ মিখাইলো লোমনোসোভকে বহন করা হয়।

উদ্দেশ্য[সম্পাদনা]

নতুন কসমাদ্রোম রাশিয়াকে তার নিজস্ব ভূমি থেকে বেশিরভাগ অভিযান উৎক্ষেপণ করতে সক্ষম করবে এবং কাজাখস্তান সরকার থেকে ইজারার মাধ্যমে প্রাপ্ত বাইকনুর কসমাদ্রোমের উপর রাশিয়ার নির্ভরতা হ্রাস করবে।[৪] বর্তমানে, রাশিয়া দ্বারা পরিচালিত বাইকনুরই একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র, যা আইএসএস বা অন্য কোন ক্রু অভিযানের উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. spaceflight। "Soyuz rocket fires into space with 11 satellites"spaceflightnow.com। Spaceflight Now। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১ 
  2. "Russia inaugurates Vostochny Cosmodrome with semi-commercial Soyuz launch"। SpaceNews। ২০১৮-১২-২৭। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১ 
  3. http://russianspaceweb.com/meteor-m2-2.html
  4. "Russian satellite lost after being set to launch from wrong spaceport"The Guardian। Reuters। ২০১৭-১২-২৮। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১