বিষয়বস্তুতে চলুন

কে সি গণপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কে সি গণপতি (জন্ম ১৮ই নভেম্বর ১৯৯৫) একজন ভারতীয় পেশাদার সেলর বা ক্রীড়া নৌচালক । তিনি বর্তমানে আন্তর্জাতিকভাবে ৪৯ইয়ার বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেন। [][]

কর্মজীবন

[সম্পাদনা]
  • ২০১০ সালে এশিয়ান সেলিং চ্যাম্পিয়নশিপে কে সি গণপতি আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি অপ্টিমিস্ট ইভেন্টে অষ্টম স্থানে শেষ করেন।
  • ২০২১ সালে, কে সি গণপতি এবং বরুণ ঠক্কর ৪৯ই-আর ক্লাস (ইভেন্ট) মুসানাহ ওপেনে চ্যাম্পিয়ন হন এবং টোকিও অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেন [] এবং
  • ২০১৮ সালে তিনি জাকার্তা, ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। [][]

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক

[সম্পাদনা]

ওমানে আয়োজিত মুসানাহ ওপেনে (এশিয়া ও আফ্রিকার অলিম্পিক যোগ্যতামান অর্জনের প্রতিযোগিতা) প্রথম স্থানে শেষ করে কে সি গণপতি ২০২০ টোকিও অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেন । [][][]

আন্তর্জাতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]
আন্তর্জাতিক প্রতিযোগিতা
বছর বিভাগ শহর পর্যায়ক্রমিক স্থান
২০২১ মুসানাহ ওপেন চ্যাম্পিয়নশীপ ওমান  ওমান প্রথম
২০১৯ ৪৯-ই আর বিশ্ব চ্যাম্পিয়নশিপ অকল্যান্ড  নিউজিল্যান্ড ৬৫
২০১৯ ৪৯-ই আর এশিয়ান চ্যাম্পিয়নশিপ আবু ধাবি  সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয়
২০১৮ ৪৯-ই আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পোল্যান্ড  পোল্যান্ড ২৫
২০১৮ ২০১৮ এশিয়ান গেমস জাকার্তা  ইন্দোনেশিয়া তৃতীয়
২০১৭ সপ্তদশ এশিয়ান সেলিং চ্যাম্পিয়নশিপ জাকার্তা  ইন্দোনেশিয়া প্রথম

তথ্যসূত্র

[সম্পাদনা]