সিমরনজিত কৌর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিমরনজিত কৌর বাথ (জন্ম ১৯৯৫) পাঞ্জাবের একজন ভারতীয় অপেশাদার বক্সার ।[১] তিনি ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কৌর ২০১৮ এআইবিএ উইমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে একটি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তিনি ভারতীয় মহিলা বক্সিংয়ের অংশ ছিলেন এবং ৬৪ কেজি বিভাগে তুরস্কের ইস্তাম্বুলের আহমেট কমার্ট আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন।[২] তিনিই পাঞ্জাবের প্রথম মহিলা যিনি বক্সিংয়ে অলিম্পিকে অংশ নেবেন। ২০২০র ৯ই মার্চ তিনি ২০২০ টোকিও অলিম্পিকের জন্যে কোটা স্থান অর্জন করেছেন।।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

সিমরনজিতের জন্ম ১৯৯৫ সালের ১০ই জুলাই পাঞ্জাবের চকরে, কমল জিত সিং ও রাজপাল কৌরের ঘরে। [১] বড় ভাইবোনরাও বক্সিংয়ে যাওয়ার পরে সিমরনজিতকেও তার মা মুষ্টিযুদ্ধে অংশ নেওয়ার জন্যে উত্সাহিত করেছিলেন।[৩]

বক্সিং ক্যারিয়ার[সম্পাদনা]

২০১১ সালে, কৌর পাতিয়ালায় ষষ্ঠ জুনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[১]

২০১৮ সালে, তিনি 4৪ কেজি বিভাগে তুরস্কের ইস্তাম্বুলের আহমেট কমার্ট আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে স্বর্ণ জিতেছিলেন।[২]

সিমরনজিত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২০১৮ এআইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কমের নেতৃত্বাধীন ১০ সদস্যের ভারতীয় দলের অংশ ছিলেন।[৪] তিনি ভারতের পক্ষে ৬৪ কেজি লাইট ওয়েলটার ওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৫]

২০১৯ সালে, কৌর ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজুতে অনুষ্ঠিত ২৩ তম প্রেসিডেন্ট'স কাপ আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন।[৬]

টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের জন্য ২০২০ সালের মার্চ মাসে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অলিম্পিক বাছাইপর্বে মহিলাদের হালকা ওজনের (৫৭-৬০ কেজি) বিভাগে চূড়ান্ত লড়াইয়ের পরে সিমরনজিৎ কৌর রৌপ্য অর্জন করেছিলেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Boxing Federation Boxer Details"www.indiaboxing.in। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  2. "Boxers Simranjit Kaur, Monika, Bhagyabati Kachari clinch three gold medals at Ahmet Comert Tournament - Firstpost"www.firstpost.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  3. "Women's World Boxing C'ship in Numbers: Simranjit Kaur"The Bridge (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  4. "Mary Kom named brand ambassador of 2018 Women's World Boxing Championships"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  5. "Sonia To Vie For Women's World Boxing Championships Gold, Bronze For Simranjit Kaur"sports.ndtv.com। NDTV। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮ 
  6. "Ludhiana girl Simranjit Kaur wins gold at international boxing tournament"Tribune India। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯ 
  7. "SIMRANJIT KAUR WINS SILVER AT THE ASIAN BOXING OLYMPIC QUALIFIERS"olympicchannel.com/। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০