রিড ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিড ফাউন্ডেশন
রিড ফাউন্ডেশনের লোগো
নীতিবাক্যমানোন্নত মাধ্যমে সমাজকে সহায়তা করা,মান ভিত্তিক এবং উদ্দেশ্যমূলক শিক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি করা
গঠিত১৯৯৪
ধরনঅলাভজনক শিক্ষামূলক সংস্থা
উদ্দেশ্যপরিবর্তনের জন্য মানবতাকে শক্তিশালী করা
সদরদপ্তরইসলামাবাদ, পাকিস্তান
যে অঞ্চলে
আজাদ কাশ্মীর, গিলগিত-বালতিস্তান, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, যুক্তরাজ্য ওয়েবসাইট

পল্লী শিক্ষা ও উন্নয়ন (রিড) ফাউন্ডেশন উত্তর পাকিস্তানে অবস্থিত একটি অলাভজনক শিক্ষামূলক সংস্থা।

সমগ্র পাকিস্তানের ৩৯০ টি বিদ্যালয় নিয়ে গঠিত একটি শিক্ষামূলক সংগঠন। পাকিস্তানের শিয়ালকোট, ঝিলাম, গুজরাত, খড়িয়ান, আজাদ কাশ্মীর (সমস্ত জেলাগুলো), মরি, গিলগিত-বালতিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদ / রাওয়ালপিন্ডির উপকণ্ঠে ফাউন্ডেশনের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ফাউন্ডেশনে ৫৯৪৮ জন শিক্ষক রয়েছেন। ফাউন্ডেশনটি ১১৩৪১ জন এতিম সহ ১১২,০০৬ শিশুদের শিক্ষা প্রদান করছে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১১৯৪ সালে পাকিস্তানে রিড ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার মাধ্যমে মানবিকতা জোরদার করতে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীরের বাঘ জেলায় রিয়ালা নামক একটি ছোট শহরে মাত্র একজন শিক্ষক ও ২৫ জন শিক্ষার্থীর একটি স্কুলের মাধ্যমে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Home -READ" 
  2. Rebuilding lives by Hassan Choudary The Express Tribune with the International Herald Tribune July 18th, 2010 Accessed July 27, 2010
  3. "» ABOUT US | Read Foundation" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]