ফাতমা শাহিন
ফাতমা শাহিন | |
---|---|
গাজিয়ান্তেপের মেয়র | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০ মার্চ ২০১৪ | |
পূর্বসূরী | Asım Güzelbey |
পরিবার ও সামাজিক নীতিমালা মন্ত্রী | |
কাজের মেয়াদ ৬ জুলাই ২০১১ – ২৫ ডিসেম্বর ২০১৩ | |
পূর্বসূরী | সেলমা এলিয়ে কাভাফ |
উত্তরসূরী | আয়সেনুর ইসলাম |
তুরস্কের মহান জাতীয় সভার সদস্য | |
কাজের মেয়াদ ৩ নভেম্বর ২০০২ – ৭ জুন ২০১৫ | |
সংসদীয় এলাকা | গাজিয়ান্তেপ (২০০২, ২০০৭, ২০১১) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গাজিয়ান্তপ, তুরস্ক | ২০ জুন ১৯৬৬
জাতীয়তা | তুর্কি |
রাজনৈতিক দল | জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) |
দাম্পত্য সঙ্গী | ইজ্জেত শাহিন |
সন্তান | ২ |
শিক্ষা | কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং |
প্রাক্তন শিক্ষার্থী | ইস্তানবুল প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ |
ধর্ম | সুন্নি মুসলমান |
ওয়েবসাইট | www |
ফাতমা শাহিন (জন্ম: ২০ জুন ১৯৬৬) একজন তুর্কি রাসায়নিক প্রকৌশলী এবং রাজনীতিবিদ। ৬ জুলাই ২০১১ সালে তিনি এরদোয়ানের তৃতীয় মন্ত্রিসভায় পরিবার ও সামাজিক নীতিমালা মন্ত্রী পদে নিয়োগ পান এবং ২০১৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৬ সালে ২০ জুন গাজিয়ান্তেপে জন্মগ্রহণ করেন, তার পিতা মোস্তফা এবং মাতা পেরিহান। তিনি ইস্তাম্বুল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। ফাতেমা শাহিন টেক্সটাইল শিল্পে ইঞ্জিনিয়ার এবং পরিচালক হিসাবে কাজ করেছেন।[১]
শাহিন তাঁর স্বামীর সাথে একত্রে রাজনীতিতে যোগ দেন এবং তারা একে পার্টির সহযোগী প্রতিষ্ঠাতা ছিলেন। প্রাদেশিক সংস্থায় সক্রিয় অংশ গ্রহণ করেন, তিনি তার শহর থেকে তিনবার ডেপুটি নির্বাচিত হয়েছিলেন। তিনি গাজিয়ান্তেপ এবং দক্ষিণ-পূর্ব আনাতোলিয়া অঞ্চল থেকে নির্বাচিত তুর্কি সংসদের প্রথম মহিলা সদস্য। ফাতেমা শাহিন তার দলের মহিলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[২][৩][৪]
২০১১ সালের সাধারণ নির্বাচনের পরে তিনি প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ানের তৃতীয় মন্ত্রিসভায় একমাত্র নারী মন্ত্রী হন।[৪] ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ পরিবর্তিন করলে তার স্থানে আয়সেনুর ইসলামকে নিয়োগ করা হয়।[৫] ২০১৪ সালে তুরস্কের স্থানীয় নির্বাচনে শাহিন গাজিয়ানতেপ নগরীর নগরাধ্যক্ষ নির্বাচিত হন।[৬]
ফাতমা শাহিন ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। একটি ছেলে ও একটি মেয়ে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Fatma Şahin" (Turkish ভাষায়)। TBMM। ১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
- ↑ "Biyografi" (Turkish ভাষায়)। Fatma Şahin Official Website। ৮ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
- ↑ Kaya, Ahmet (৬ জুলাই ২০১১)। "'Ya anam bacım ne işin var senin bu kalabalıkta'"। Hürriyet (Turkish ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
- ↑ ক খ গ "'Fatma Bacı' kabinenin tek kadın bakanı oldu"। Radikal (Turkish ভাষায়)। ৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
- ↑ "Kabinedeki yeni bakanları tanıyalım"। Haber7 (Turkish ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৩।
- ↑ "2014 Yerel seçimin ilk kazananları"। Bugun (Turkish ভাষায়)। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- গাজিয়ান্তেপের ব্যক্তি
- ইস্তানবুল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- তুর্কি কেমিক্যাল ইঞ্জিনিয়ার
- তুর্কি মহিলা রসায়নবিদ
- জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (তুরস্ক) রাজনীতিবিদ
- তুরস্কের নারী মন্ত্রী
- ইস্তাম্বুল কারিগরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ন্যায়বিচার ও উন্নয়ন দলের (তুরস্ক) রাজনীতিবিদ
- তুরস্কের মন্ত্রী
- তুরস্কের মেয়র