বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আপনি জানেন কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আপনি জানেন কি
বর্তমান ভুক্তি
পরবর্তী হালনাগাদ
মনোনয়ন দিন
পূর্বের ভুক্তির সংগ্রহশালা

উইকিপিডিয়া:আপনি জানেন কি (আজাকি) প্রধান পাতার “আপনি জানেন কি” বিভাগটির সমন্বয় করার প্রকল্প পাতা। আজাকি বিভাগটি সাম্প্রতিক সৃষ্ট অথবা সম্পাদিত উইকিপিডিয়া নিবন্ধগুলোকে প্রচার করে। নতুন কথা লেখার জন্য সম্পাদকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন ও অন্য সম্পাদকদের উক্ত নিবন্ধে তথা উইকিপিডিয়ায় লেখার বিষয়ে অনুপ্রাণিত করার জন্য এই প্রয়াস।

প্রধান পাতা বিষয়ে অন্যান্য সাধারণ আলোচনা এখানে করা হয় এবং প্রধান পাতার ত্রুটি সংশোধন করার জন্য এখানে আলোচনা করুন।

প্রস্তাবনা

[সম্পাদনা]

মনোনয়ন নির্দেশনা

[সম্পাদনা]

প্রধান পাতার আজাকি বিভাগে কোন নিবন্ধ মনোনয়ন দেওয়ার পূর্বে নিচের নির্দেশিকা পড়ে নিন।

  • প্রস্তাবিত নিবন্ধটি অবশ্যই উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে লিখিত, তথ্যসূত্র সমৃদ্ধ হতে হবে এবং অসম্পূর্ণ হওয়া যাবে না। অর্থাৎ নিবন্ধের মূল অংশে (তথ্যছক, বিষয়শ্রেণী, তথ্যসূত্র, তালিকা ও টেবিল ব্যতীত) ১৫০০'র বেশি অক্ষর থাকবে। এটি একটি সাধারণ প্রস্তাবনা, কোনো অবশ্য পালনীয় নিয়ম নয়; কোনো নিবন্ধ যদি ১৪৯০টি অক্ষরের হয় এবং অন্যান্য সকল গুণাবলী মেনে চলে, তবে তার নির্বাচিত হতে কোনো বাধা নেই।
  • নিবন্ধের প্রস্তাবিত ভুক্তি বা বাক্যটি “আকর্ষণীয়” হতে হবে যাতে বিভিন্ন শ্রেণীর পাঠক এতে আকৃষ্ট হন এবং প্রস্তাবিত ভুক্তিটির সাথে যাচাইযোগ্য তথ্যসূত্র থাকতে হবে।
  • ভুক্তিটি সংক্ষিপ্ত ও সহজ ভাষায় ব্যাখ্যাকৃত এবং ২০০ অক্ষরের চেয়ে কম হতে হবে।
  • কোন বাক্যের সাথে ছবি ব্যবহার করতে চাইলে ছবিটি অবশ্যই নিবন্ধে বিদ্যমান, মুক্ত লাইসেন্সের, আকর্ষণীয় ও নিবন্ধের সাথে সংগতিপূর্ণ হবে।

যেভাবে নিবন্ধ প্রস্তাব করবেন

[সম্পাদনা]

প্রথমে প্রস্তাবনার মূল পাতায় প্রবেশ করুন। আপনি জানেন কি’র জন্য নতুন ভুক্তি মনোনয়ন করতে অনুগ্রহপূর্বক নিচের ফর্মটি ব্যবহার করুন ও নির্দেশনা অনুযায়ী তা পূরণ করুন। সবশেষে ‘বিষয়/শিরোনাম’-এর ঘরটি খালি রেখে পরিবর্তনটি প্রকাশ করুন।

{{subst:নতুন আজাকি মনোনয়ন
 | article       = নিবন্ধের নাম <!--আন্তসংযোগ লিংক ([[]]) ছাড়া -->
 | status        = নতুন <!-- (অথবা) বর্ধিত -->
 | hook          = ...(লেখা)?
 | author        = নিবন্ধ প্রণেতার ব্যবহারকারী নাম <!-- ব্যবহারকারী: নেমস্পেস ছাড়া -->
 | nominator     = <!-- মনোনয়নকারীর ব্যবহারকারী নাম (স্ব-মনোনয়নের ক্ষেত্রে এই স্থানটি ফাঁকা রাখুন) -->
 | image         = Example.png <!-- চিত্রের ফাইলের নাম, চিত্র দিতে না চাইলে স্থানটি ফাঁকা রাখুন -->
 | rollover      = চিত্রের সাথে প্রযোজ্য ক্যাপশনমূলক লেখা <!-- চিত্রসহ ভুক্তি মনোনয়ন করলে এটি অবশ্যই দিন -->
}}

পর্যালোচনা

[সম্পাদনা]

যেভাবে মনোনয়ন পর্যালোচনা করবেন

[সম্পাদনা]

যে কোন অভিজ্ঞ ও নিয়মিত উইকিপিডিয়া সম্পাদক আজাকির প্রস্তাবনাসমূহ পর্যালোচনা করতে পারেন। তবে নিবন্ধ প্রণেতা, মনোনয়ন দানকারী এবং এমন ব্যবহারকারী যিনি/যারা নিবন্ধটি সম্প্রসারেণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি/তারা সংশ্লিষ্ঠ মনোনয়নটি পর্যালোচনা করতে পারবেন না। পর্যালোচককে অবশ্যই আজাকির নীতিমালাসমূহ অনুসরণ করে পর্যালোচনা করতে হবে এবং পর্যালোচকগণ চাইলে ভূক্তিতে সংশোধনের প্রস্তাব করতে পারেন।

পর্যালোচকগণ ভুক্তি পর্যালোচনার সময় নিচের টেমপ্লেটসমূহ ব্যবহার করতে পারেন। মনে রাখুন, যে কোন সফল বা ব্যর্থ ভুক্তি পর্যালোচনার পর পরই সংগ্রহশালাতে স্থানান্তর করবেন না। পর্যালোচকগণ ভুক্তি পর্যালোচনার পর একজন প্রশাসক সফল ভুক্তিকে প্রধান পাতায় প্রদর্শনের জন্য নির্দিষ্ট টেমপ্লেটে যুক্ত করবেন এবং সংশ্লিষ্ঠ প্রশাসকই প্রস্তাবনা সংগ্রহশালায় স্থানান্তর করবেন।

প্রতীক কোড আজাকি তৈরি? বিবরণ
{{subst:DYKtick}} হ্যাঁ কোনো সমস্যা নেই, আজাকির জন্য তৈরি
{{subst:DYKtickAGF}} হ্যাঁ নিবন্ধ আজাকির জন্য তৈরি, ইংরেজি ও বাংলা ব্যতীত অন্য কোনো ভাষার বা অফলাইন তথ্যসূত্র নিবন্ধ লেখকের উপর আস্থাপূর্বক গ্রহণ করা হলো
{{subst:DYK?}} নিরীক্ষণ চলছে আজাকি ভুক্তি নিরীক্ষণ চলছে, এবং কিছু সমস্যা বা অস্পষ্টতা চিহ্নিত হয়েছে। মনোনয়নদাতাকে {{subst:DYKproblem|Article}} ~~~~ দ্বারা অবহিত করুন
{{subst:DYK?no}} সম্ভবত আজাকির জন্য চূড়ান্ত হতে আরো কিছু কাজ করা প্রয়োজন। মনোনয়নদাতাকে {{subst:DYKproblem|Article}} ~~~~ দ্বারা অবহিত করুন
{{subst:DYKno}} না

নিবন্ধটি আজাকির নিয়মানুসারে প্রযোজ্য নয়, অথবা আজাকির জন্য মনোনীত হতে নিবন্ধটিতে আরো অনেক কাজ করা প্রয়োজন

যদি কোন প্রস্তাবনায় কোন ধরণের সমস্যা পান সেক্ষেত্রে মনোনয়নকারীর আলাপ পাতায় {{subst:DYKproblem|Article|header=yes|sig=yes}} টেমপ্লেটের মাধ্যমে জানান যদি মনোনয়নকারী ব্যাপারটি না দেখে থাকেন।

প্রশাসকদের জন্য: প্রধান পাতায় যুক্ত করা

[সম্পাদনা]

পূর্বে প্রধান পাতায় অন্যান্য বাক্সের মত আজাকি বাক্সটিও {{Random DYK}} টেমপ্লেটের মাধ্যমে র‌্যান্ডমলি পরিচালিত হত। কিন্তু বর্তমানে নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে সুতরাং প্রশাসকগণ অবশ্যই প্রধান পাতার জন্য আজাকি টেমপ্লেট যুক্ত করার পূর্বে নিচের টিউটোরিয়ালটি পড়ে নিন।

  • প্রধান পাতায় আজাকির জন্য পূর্বের মোট ৬৫টি বাক্স রয়েছে যেগুলোতে কোনক্রমেই কোন পরিবর্তন করা যাবে না।
  • বর্তমানে প্রধান পাতার জন্য কোন ভুক্তি তৈরি করতে হলে টেমপ্লেটটি তারিখ অনুসারে তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ দেখুন, {{আপনি জানেন কি/১৫ জানুয়ারি ২০১৮}}
  • বর্তমানে প্রধান পাতার আজাকি টেমপ্লেটি এমনভাবে নকশা করা যে, যদি কোন তারিখের আজাকি ভুক্তি না পাওয়া যায় সেক্ষেত্রে পূর্বের মত র‌্যান্ডমলি ৬৫টি বাক্স থেকে দেখাবে কিন্তু যদি তারিখের ভুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট তারিখের ভুক্তি দিনব্যাপী প্রদর্শিত হবে।

প্রস্তাবনা সম্পর্কিত কাজ

[সম্পাদনা]
  • প্রথমে প্রস্তাবনার পাতা থেকে পর্যালোচিত সফল ভুক্তিসমূহ পরবর্তী হালনাগাদ টেমপ্লেটের নির্দিষ্ট অনুচ্ছেদে যুক্ত করুন।
  • এরপর ব্যর্থ ও সফল ভুক্তিসমূহ মনোনয়ন সংগ্রহশালায় স্থানান্তর করুন।
  • এবার পরবর্তী হালনাগাদ পাতা থেকে ৫/৬টি ভুক্তি নিয়ে প্রধান পাতার জন্য তারিখ অনুসারে (উপরে উদাহরণ রয়েছে) একটি টেমপ্লেট তৈরি করুন। কিন্তু লক্ষ্য রাখবেন ভুক্তি সংখ্যা কম-বেশি হলে প্রধান পাতার বাক্সের আকার পরিবর্তন হবে সুতরাং যে কয়টি ভুক্তিই যুক্ত করুন না কেন খেয়াল করবেন আকার যাতে এই ভুক্তির চেয়ে বেশি না হয়। প্রধান পাতার নির্বাচিত বিষয়সমূহের বাক্সের আকার পরস্পরের সাথে সংগতিপূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ।
  • প্রতিটি ভুক্তি বা বাক্যে আজাকি'র মূল নিবন্ধটির লিংক অবশ্যই বোল্ড হবে এবং বাক্যের শুরুতে *... ব্যবহার করতে হবে।
  • তালিকাটির প্রথম বিষয়টিতে অবশ্যই মুক্ত লাইসেন্সের একটি ছবি থাকবে।
  • তারিখ অনুসারে প্রধান পাতার জন্য টেমপ্লেটটি তৈরি হয়ে গেলে সেটি নির্দিষ্ট মাসের আজাকি সংগ্রহশালায় যুক্ত করুন।
  • এরপর আপনি যে তারিখের টেমপ্লেট তৈরি করলেন সে অনুসারে {{আজাকি-পুনরুজ্জীবিত}} টেমপ্লেট থেকে সর্বশেষ হালনাগাদ ও পরবর্তী হালনাগাদের সময় পরিবর্তন করুন।
  • সবশেষে নিচের প্রয়োজনীয় টেমপ্লেটগুলো নিবন্ধ সৃষ্টিকারী, মনোনয়নকারী এবং নিবন্ধের আলাপ পাতায় যুক্ত করুন।

প্রয়োজনীয় টেমপ্লেট যুক্তকরণ

[সম্পাদনা]
  • নিবন্ধ সৃষ্টিকারী: নিবন্ধ লেখকের আলাপ পাতায় {{আজাকি হালনাগাদ}} টেমপ্লেটি যুক্ত করুন। উদাহরণ, {{আজাকি হালনাগাদ|তারিখ|বছর|নিবন্ধের নাম ১|নিবন্ধের নাম ২}}~~~~
  • মনোনয়নদাতা: নিবন্ধ মনোনয়নকারীর আলাপ পাতায় {{UpdatedDYKNom}} টেমপ্লেটি যুক্ত করুন। উদাহরণ, {{subst:UpdatedDYKNom|তারিখ|বছর|নিবন্ধের নাম ১|নিবন্ধের নাম ২}}~~~~
  • নিবন্ধের আলাপ: নিবন্ধের আলাপ পাতায় {{আজাকি আলাপ}} টেমপ্লেটটি যুক্ত করুন। উদাহরণ, {{আজাকি আলাপ|২৭ জানুয়ারি|২০১৮}}

সম্মাননা

[সম্পাদনা]

উইকিপদক

[সম্পাদনা]

নিম্নলিখিত সম্মাননা টেমপ্লেটসমূহ নিবন্ধের লেখক বা নিবন্ধের মনোনয়নকারীকে তাদের আলাপ পাতায় প্রদান করার মাধ্যমে উইকিপদক প্রদান করা যেতে পারে।

  • -- {{আজাকি পদক}} -- আজাকিতে অসাধারণ অবদানের পুরস্কার।
  • -- {{১০ আজাকি পদক}} -- আজাকিতে ১০ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।
  • -- {{২৫ আজাকি পদক}} -- আজাকিতে ২৫ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।
  • -- {{৫০ আজাকি পদক}} -- আজাকিতে ৫০ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।
  • -- {{১০০ আজাকি পদক}} -- আজাকিতে ১০০ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।
  • -- {{২০০ আজাকি পদক}} -- আজাকিতে ২০০ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।
  • -- {{৫০০ আজাকি পদক}} -- আজাকিতে ৫০০ বা তার বেশি ভূক্তির জন্য পুরস্কার।

ব্যবহারকারী বাক্স

[সম্পাদনা]

নিম্নলিখিত টেমপ্লেটসমূহ আজাকিতে অবদানকারী ব্যবহারকারীগণ তাদের ব্যবহারকারী পাতায় রাখতে পারেন।