শক্তি নিরাপত্তা তহবিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শক্তি নিরাপত্তা তহবিল
গঠিত২০১৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

শক্তি নিরাপত্তা তহবিল (ইংরেজি: Energy Security Fund) বাংলাদেশ সরকারের একটি তহবিল যা বাংলাদেশে গ্যাস অনুসন্ধান এবং নিষ্কাশন প্রকল্পের তহবিল গঠনের জন্য গঠিত হয়েছিল।[১] এটি কয়েকটি দেশীয় গ্যাস বিলের মাধ্যমে অর্থায়িত হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

জ্বালানি সুরক্ষা তহবিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দ্বারা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পেট্রোবাংলা পরিচালনা করে।[৩] এটি তৈরির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অনুমোদিত হয়েছিল। ২০১৭ সালে সালে তহবিলে ৭০ বিলিয়নের অধিক টাকা ছিল।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Still no policy on using Energy Security Fund"Dhaka Tribune। ২৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  2. "Gas Price Hike: HC rejects plea for stay order"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  3. "'20-year Energy Security Fund formulated for LNG import'"energybd। ২৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  4. "Govt to use Tk 70b from energy security fund for LNG import"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০