বিষয়বস্তুতে চলুন

ও উসমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিজামের আধিপত্যের জাতীয় সংগীত, " ও উসমান " নামে বেশি পরিচিত, ভারতের সাথে সংযুক্তি অবধি হায়দরাবাদ রাজ্যের জাতীয় সংগীত ছিল। এটি ৭ম নিজাম মীর উসমান আলী খানের সময়ে রচিত হয়েছিল। [][]

উর্দু বাংলা হরফে (মূল সংস্করণ)

[সম্পাদনা]

তা আবাদ খালিক-এ-আলম তুমি রিয়াসাত রাখে,

তুঝ কো উসমান বাসদ ইজলাল সালামত রাখে।

যায়েস তু ফখর-ই-সালতান হায় বাফজল ইয়াযদান,

ইউ হি মমতাজ তেরা দৌর-ই-হুকুমত রাখে।

আল ও আওলাদ কো আল্লা দে উমর-ই-খিজরি,

আনসে আবাদ তেরা খানা-এ-দৌলত রাখে।

জোড়-এ-হাতেম রাহে শর্মিন্দা-এ-আহসান তেড়া,

আদল-এ-খুসরউ কো খিজল তেরী আদলত রাখে।

খন্দাজান সুরত-ই-গুল তেরে হাওয়া খা রাহেন,

আকে কাদমো পে আদু ফরখ ইতা'তে রাখে।

বান কে সাকী তেরে ইকবাল নিজাম-ই-সাবায়ে,

তুঝ কো সাহবা কাশ খুমখানা ইশরাত রাখে।

বাংলা সংস্করণ

[সম্পাদনা]

স্রষ্টা অনন্তকাল রাজ্যকে মঙ্গল করুন, এবং হে! উসমান, আপনি সুস্থ এবং স্বাস্থ্যবান থাকুন।

এবং একশো বছর ধরে আপনাকে মর্যাদার সাথে বাঁচিয়ে রাখুন, ঈশ্বরের কৃপায় আপনি শাসকদের গর্ব।

সর্বশক্তিমান আপনার নিয়মকে বিশিষ্ট রাখুন, ঈশ্বর আপনার বাচ্চাদের খিজারের মতো দীর্ঘজীবন দান করুন।

এবং আপনার মহৎ বংশদ্ভুত ধারাবাহিকতা বজায় রাখুন, প্রবাদমূলক হাতিমের দাতব্যতা আপনার সামনে ফ্যাকাশে হোক।

আপনার ন্যায়বিচার অনুভূতিটি খুসরোকেও ছাড়িয়ে যেতে পারে, আপনার শুভাকাঙ্ক্ষীরা ফুল ফুলে ফুলে ফুলে উঠুক

এবং আপনার শত্রুরা আপনার উচ্চতর গৌরব স্বীকার করে, হে! উসমান, তোমার রাত্রিকে আনন্দ ও পরিতৃপ্তির আবাসে পরিণত কর।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hyderabad anthem accordion music played by Jan Oravec *ریاست حیدرآباد*"। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮ 
  2. Imam, Syeda (১৪ মে ২০০৮)। The Untold Charminar। Penguin UK। আইএসবিএন 9788184759716 – Google Books-এর মাধ্যমে।