বিষয়বস্তুতে চলুন

ক্লাব দেস্পোর্তিভো তন্দেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তন্দেলা
পূর্ণ নামক্লুবে দেসপোর্তিভো দে তন্দেলা
ডাকনামসিডিটি
আউরিভেরদেস (সোনালি এবং সবুজ)
সংক্ষিপ্ত নামতন্দেলা
প্রতিষ্ঠিত৬ জুন ১৯৩৩; ৯১ বছর আগে (1933-06-06)
মাঠএস্তাদিও জোয়াও কারদোসো[]
ধারণক্ষমতা৫,০০০
সভাপতিপর্তুগাল দাভিদ বেলেঙ্গের
ম্যানেজারস্পেন পাকো আয়েস্তারান
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ক্লুবে দেসপোর্তিভো দে তন্দেলা (ইংরেজি: CD Tondela; এছাড়াও সিডি তন্দেলা অথবা শুধুমাত্র তন্দেলা নামে পরিচিত) হচ্ছে তন্দেলা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩৩ সালের ৬ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিডি তন্দেলা তাদের সকল হোম ম্যাচ তন্দেলার এস্তাদিও জোয়াও কারদোসোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাকো আয়েস্তারান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দাভিদ বেলেঙ্গের। পর্তুগিজ গোলরক্ষক ক্লাউদিও রামোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ঘরোয়া ফুটবলে, সিডি তন্দেলা এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেগুন্দা লিগা এবং ১টি তেরসেইরা দিভিসাঁও শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  2. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. "সিডি তন্দেলা: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ক্লাব দেস্পোর্তিভো তন্দেলা টেমপ্লেট:প্রিমেইরা লিগা