তেরেস্কা তরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেরেস্কা তরেস
জন্ম
তেরেস্কা শোয়ার্জ

৩ সেপ্টেম্বর ২০২০[১]
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০১২(2012-09-20) (বয়স ৯২)
পেশালেখিকা
দাম্পত্য সঙ্গীজর্জ তরেস
মেয়ার লেভিন
সন্তানগব্রিয়েল লেভিন
পিতা-মাতাগিনা এবং ম্যারেক শোয়ার্জ

তেরেস্কা তরেস (১৯২০-২০১২) একজন ফরাসি লেখিকা ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে একজন সমকামী মহিলা ছিলেন যদিও তার দুইটা পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিলো। ১৯২০ সালে প্যারিসে জন্মগ্রহণকারী তেরেস্কা ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ফরাসী সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন এবং প্রচুর নারী সৈনিকদের সঙ্গে নারী-নারী সহবাস করেন। তার আসল নাম ছিলো তেরেস্কা শোয়ার্জ।

তেরেস্কা নারী সমকামিতা-কাহিনী বিশিষ্ট উপন্যাস উইমেন্স ব্যারাকস (১৯৫০) লিখে অনেক প্রশংসিত হন।[২] তেরেস্কা সব বইই ফরাসি ভাষায় লিখেছিলেন তবে তার বইগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করা আছে।

জীবন[সম্পাদনা]

তেরেস্কার বাবা ছিলেন একজন ভাস্কর্যশিল্পী এবং তিনি পোল্যান্ডের ইহুদী ছিলেন আর তেরেস্কার মা ছিলেন ফরাসি খ্রিষ্টধর্মের অনুসারী; তার বাবার নাম ম্যারেক শোয়ার্জ অনুসারেই তেরেস্কার নাম তেরেস্কা শোয়ার্জ রাখা হয়েছিলো, তেরেস্কার মার নাম ছিলো গিনা পিঙ্কাস।[৩][৪]

১৯৪০ সালে ফ্রান্স দেশটি জার্মানির নাৎসি বাহিনীর কবলে পড়ে যায় পুরোপুরি যারা ছিলো ইহুদিবিদ্বেষী তখন তেরেস্কার পরিবার ব্রিটেনে পাড়ি জমায়। তেরেস্কা আগেই (১৯৩৯ সালে) ফরাসী সেনাবাহিনীতে যোগ দিয়ে ফেলেছিলেন আর তিনি তার মাতৃভূমি ছাড়তে চাচ্ছিলেননা তবে পরে তিনি তার অধিনায়ক কর্নেল শার্ল দ্য গোল (যিনি পরে ফ্রান্সের রাষ্ট্রপতি হয়েছিলেন) তার ব্রিগেড সহ ব্রিটেনে চলে যান। জর্জ তরেস নামের এক পুরুষের সঙ্গে তেরেস্কার বাবামা ১৯৩৮ সালে বিয়ে দিলেও তেরেস্কা ১৯৩৯ সালে সামরিক বাহিনীতে ঢোকার সময় জর্জকে তালাক দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তেরেস্কা ব্রিটিশ সেনাবাহিনীর মহিলা সৈনিকদের সঙ্গে সমকাম করা শুরু করেন এবং যুদ্ধ শেষ হলে ১৯৪৭ সালে তেরেস্কার বাবামা আবার তেরেস্কাকে মেয়ার লেভিন নামের এক পুরুষের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন, এই বিয়ে তেরেস্কা টিকিয়ে রাখেন এবং নিজের গর্ভে এই পুরুষের সন্তান নেন।

তিনি তার নারী-নারী সহবাসের অভিজ্ঞতা নিয়ে উইমেন্স ব্যারাকস নামের উপন্যাস লিখেছিলেন তার দ্বিতীয় স্বামী মেয়ারের অনুরোধে যিনি তেরেস্কার বই ইংরেজি ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন।[৫]

২০১২ সালের ২০শে সেপ্টেম্বর ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগে তেরেস্কা মারা যান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Fox, Margalit (২৪ সেপ্টেম্বর ২০১২), "Tereska Torrès, 92, Writer Of Lesbian Fiction, Dies", The New York Times, সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 
  2. "Tereska Torrès"The Daily Telegraph। London। ২৫ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 
  3. Goldenberg, Flora (১৮ জুন ২০২০)। "A Journey around the World with the Szwarc's: A Family of All Graces"Jewish Tours Paris 2020। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  4. Goldenberg, Flora (২৬ মে ২০২০)। "A Curious Virgin Mary in the Heart of the Jewish Quarter: The Szwarc/Schwarz Family Saga – Part 1"Jewish Tours Paris 2020। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  5. "Women's Barracks", Powell's Books bookstore, সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০০৭ 
  6. Perraud, Antoine (১৮ আগস্ট ২০১১)। "French writer Tereska Torrès, unlikely icon of lesbian pulp fiction, dies aged 92"Mediapart। Landau, Sue কর্তৃক অনূদিত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]