পিকো-

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিকো ফ্যারাড ধারক

পিকো (সংকেত p) হলো মেট্রিক ব্যবস্থায় এককের একটি উপসর্গ। এটি ১০−১২ বা ০.০০০০০০০০০০০১ বা ক্ষুদ্র স্কেলে ১-এর ট্রিলিয়ন ভাগের এক ভাগের মানকে প্রকাশ করে।

শব্দটি স্প্যানীয় ভাষার "পিকো" (pico) শব্দ থেকে আগত, যার অর্থ "চূড়া", "পাখির ঠোঁট", "বিট" ইত্যাদি। ১৯৬০ সালে আন্তর্জাতিক একক পদ্ধতি স্থাপিত হওয়ার সময় থেকে প্রতিষ্ঠিত ১২টি উপসর্গের মধ্যে এই উপসর্গটি অন্যতম।[১]

পরমাণুর ব্যাসার্ধের সীমা ২৫ পিকোমিটার (হাইড্রোজেন) থেকে ২৬০ পিকোমিটার (সিজিয়াম) এর মধ্যে হয়ে থাকে। এক পিকো-আলোকবর্ষ প্রায় ৯ কিলোমিটার (৬ মাইল) এর সমান।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Resolution 12 of the 11th CGPM"International Bureau of Weights and Measures। ১৯৬০। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]