বিষয়বস্তুতে চলুন

হুয়ান আলমেইদা বোস্কে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান আলমেইদা বোস্কে
আলমেইদা বোস্কে
জন্ম(১৯২৭-০২-১৭)১৭ ফেব্রুয়ারি ১৯২৭
মৃত্যুসেপ্টেম্বর ১১, ২০০৯

হুয়ান আলমেইদা বোস্কে (ফেব্রুয়ারি ১৭, ১৯২৭ – সেপ্টেম্বর ১১, ২০০৯) একজন কিউবান রাজনীতিবিদ এবং কিউবার বিপ্লবের মধ্যে বিদ্রোহী বাহিনীর মূল সেনাপতিদের মধ্যে একজন ছিলেন।  ফিদেল কাস্ত্রো, চে গেভারা, ক্যামিলো সিয়েনফুয়েগোস, এবং রাউল কাস্ত্রোর সাথে, তিনি ১৯৫৬ সালে গ্রান্মা অভিযানের সদস্য হন, যা কিউবার একনায়ক ফুলগেনসিও বাতিস্তার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। ১৯৫৯ সালে বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর, তিনি কিউবার কমিউনিস্ট পার্টির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।তার মৃত্যুর সময়, তিনি কিউবান কাউন্সিলের উপরাষ্ট্রপতি ছিলেন এবং তার তৃতীয় স্থানের সদস্য ছিলেন।তিনি বিভিন্ন সজ্জা এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, যার মধ্যে "হিরো অফ দ্য রিপাব্লিক অফ কিউবা" এবং "অর্ডার অফ ম্যাক্সিমো গোমেজ" রয়েছে।[][]

হুয়ান আলমেইদা বোস্কে (মাঝে), লুইস করভালান (ডানদিকে), রডনে অ্যারিস্মেন্ডি (বামদিকে) - ১৯৮১ সালে পূর্ব জার্মানিতে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Falleció el Comandante de la Revolución Juan Almeida Bosque"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২১ 
  2. "Cuban revolutionary Almeida dies" (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৯-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২১ 

সূত্র

[সম্পাদনা]