বিষয়বস্তুতে চলুন

ডেরেক অ্যাবট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেরেক অব্যোট
জন্ম (1960-05-03) ৩ মে ১৯৬০ (বয়স ৬৪)
নাগরিকত্ববিট্রিশ
অস্ট্রেলিয়ান
মাতৃশিক্ষায়তনলবোরো বিশ্ববিদ্যালয়
এডিলেইড বিশ্ববিদ্যালয়
পুরস্কারএম এ সার্জেন্ট মেডেল (২০১৯)
ব্যারি ইংলিশ মেডেল (২০১৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিদ and
তড়িৎ প্রকৌশলি
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টামাইকেল এ ব্রাউন
ওয়েবসাইটDerek Abbott's Home Page

ডেরেক অ্যাবট (জন্মঃ ৩মে, ১৯৬০; দক্ষিণ কেনসিংটন, লন্ডন, যুক্তরাজ্য) একজন পদার্থবিজ্ঞানী এবং ইলেকট্রনিক প্রকৌশলী।

যুক্তরাজ্যের সাসেক্সে কোপথ্রন প্রিপারেটরি স্কুলে ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পড়াশুনা করেছেন।[]

১৯৭১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত লন্ডনের হল্যান্ড পার্ক স্কুলে তিনি পড়াশুনা করেছেন।[]

যুক্তরাজ্যের উইম্বলিতে জিইসি হার্স্ট রিসার্চ সেন্টারে ১৯৭৭ সাল থেকে তিনি কাজ করা শুরু করেন।[] সেখানে সিসিডি এবং মাইক্রোচিপের নকশা নিয়ে তিনি কাজ করেন। কাজ করার সময়েই লোবোরো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে পদার্থবিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।[] ১৯৮৬ সালে, অস্ট্রেলিয়ার এডিলেইডে অবস্থিত অস্টেক মাইক্রোসিস্টেমসে একজন মাইক্রোচিপ নকশাকার হিসেবে তিনি কাজ শুরু করেন। ১৯৯৫ সালে, অস্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনি পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। তার সুপারভাইজার ছিলেন কামরান এশাঘ্রিয়ান এবং ব্রুস আর. ডেভিস[]

২০০৫ সালে আইইইই এর একজন সদস্য হন।[]

আরো পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.eleceng.adelaide.edu.au/people/profiles/academic.html#abbott
  2. IEEE Trans. Instrum. & Meas., Vol. 51, No. 2, p. 309, 2002
  3. What's happening in the IEEE, March 2005 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে Our newest Fellow: Dr Derek Abbott FIEEE
  4. http://www.genealogy.math.ndsu.nodak.edu/id.php?id=101078
  5. IEEE Fellows - A ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-১১-২০ তারিখে, retrieved 2012-10-28.