বিষয়বস্তুতে চলুন

জে. কিথ ফ্রেজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন কিথ ফ্রেজার
জন্ম (1922-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯২২ (বয়স ১০২)
জাতীয়তাকানাডিয়ান
মাতৃশিক্ষায়তনক্লার্ক বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণকানাডিয়ান ভূগোলবিদ পরিষদের প্রেসিডেন্ট;
রয়্যাল কানাডিয়ান ভূগোল-বিষয়ক সমিতি এর নির্বাহী সচিব, প্রকাশক এবং মহাব্যবস্থাপক
পুরস্কারপেশাদার ভূগোলবিদ হিসেবে অবদানের জন্য সম্মাননা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র প্রাকৃতিক ভূগোলবিদ
প্রতিষ্ঠানসমূহভূগোল শাখা, খনি ও কারিগরী সমীক্ষা বিভাগ, অটোয়া

জন কিথ ফ্রেজার (John Keith Fraser; জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৯২২[]) একজন কানাডিয়ান প্রাকৃতিক ভূগোলবিদ। তিনি কানাডিয়ান ভূগোলবিদ পরিষদ (Canadian Association of Geographers) এর প্রেসিডেন্ট এবং রয়্যাল কানাডিয়ান ভূগোল-বিষয়ক সমিতি (Royal Canadian Geographical Society) এর নির্বাহী সচিব, প্রকাশক এবং মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

জীবনচরিত

[সম্পাদনা]

ফ্রেজার রাজকীয় কানাডিয়ান বিমান বাহিনী/রাজকীয় বিমান বাহিনী'র সৈনিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন।[]

১৯৫৫ সালে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় হতে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি ক্লার্ক বিশ্ববিদ্যালয় হতে ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা নিবন্ধের শিরোনাম ছিল "The physiography of Boothia Peninsula, Northwest territories - a study in terrain analysis and air photo interpretation of an Arctic area" (উত্তর-পশ্চিম অঞ্চলের বুথিয়া উপদ্বীপের প্রাকৃতিক ভূতত্ত্ব - ভূখণ্ড বিশ্লেষণ এবং একটি আর্কটিক অঞ্চলের বায়ু-চিত্রের ব্যাখ্যা বিষয়ক গবেষণা)।

পেশাদার জীবন

[সম্পাদনা]

যুদ্ধের পর, ফ্রেজার অটোয়ায় কানাডা সরকারের খনি এবং কারিগরী সমীক্ষা বিভাগের অধীনে ভূগোল শাখার একজন কর্মকর্তা হিসেবে পেশাদার জীবন শুরু করেন। তিনি সরেজমিনে দায়িত্ব পালন করতে গিয়ে, তার প্রেক্ষিতে পরবর্তীকালে অনেকগুলো নিবন্ধ প্রকাশ করেন।

চল্লিশের দশকের শেষ দিকে, নিজ কর্মজীবনের গোড়ার দিকে, তার দায়িত্ব ছিল ম্যাকেঞ্জি নদীতে টাগবোটে চড়ে, এবং পশ্চিম আর্কটিক সাগরে হাডসন বে কোম্পানি'র জাহাজে চড়ে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করা।

১৯৫১ সালে তিনি ভূমিরূপবিদ জে. রস ম্যাকাইকে আমুন্ডসেন উপসাগরের ডার্নলি বে এলাকায় অনুসন্ধানে সহায়তা করেন। পুরাতন মানচিত্র এবং সাম্প্রতিক তোলা বায়ু-চিত্র পর্যালোচনা করে ফ্রেজার এই সিদ্ধান্তে আসেন যে, ১৮৭৫ সালে ফরাসি মিশনারী এমিল পেতিতোঁ কর্তৃক চিত্রায়িত লা রন্‌সিয়ের-লে নুরি নামক নদী (Rivière La Roncière-le Noury), যা পরবর্তীকালে অভিযাত্রিক ভিলইয়ালমুর স্তেফানসন কর্তৃক অস্তিত্বহীন বলে ঘোষিত হয়; প্রকৃতপক্ষে তার অস্তিত্ব আছে। যদিও ফ্রাঙ্কলিন বে তে রন্‌সিয়ের এর মুখ এর অবস্থানে ভুল ছিল, কিন্তু এই রন্‌সিয়ের নদী আর অ্যান্ড্রু জে. স্টোন কর্তৃক ১৮৯৯ সালে আংশিক চিত্রায়িত হর্নডে নদী আসলে একই নদী।[][][]

পরের বছর তিনি কানাডিয়ান বরফ বণ্টন সমীক্ষায় অংশগ্রহণ করেন। ১৯৫৩ সালে, ফ্রেজার মধ্য আর্কটিক উপকূলের বুথিয়া উপদ্বীপ এলাকার চারপাশে গবেষণা শুরু করে। ১৯৫৪ সালে, তিনি ম্যাকেঞ্জি ব-দ্বীপে আকলাভিক স্থানান্তর সমীক্ষাদলে নিজ বিভাগের প্রতিনিধি হিসেবে, এবং ১৯৫৫ সালে ভিক্টোরিয়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলরেখা অধ্যয়ন করেন। ১৯৫৬ সালে তিনি রাজা উইলিয়াম দ্বীপের দক্ষিণ উপকূল এবং শারম্যান খাঁড়ি নিয়ে গবেষণা করেন।[]

অধিভুক্তি

[সম্পাদনা]

ফ্রেজার ১৯৫৯ সালে রয়্যাল কানাডিয়ান ভূগোল-বিষয়ক সমিতি'র একজন ফেলো এবং পরিচালক নিযুক্ত হন। ১৯৮২ সালে তিনি নির্বাহী সচিব, প্রকাশক ও মহাব্যবস্থাপক নিযুক্ত হন। ১৯৮৮ সালে প্রকাশক হিসেবে নতুন একজন তার স্থলাভিষিক্ত হলেও বাকি দুটি পদে ১৯৯০ সাল পর্যন্ত তিনিই বহাল ছিলেন।[] একই বছরে তার সম্মানে সমিতির পক্ষ থেকে উত্তরাঞ্চলীয় অধ্যয়ন পাঠ্যক্রমে ফ্রেজার অধ্যাপনা পদ চালু করা হয়।[]

তিনি ১৯৬০ সালে উত্তর আমেরিকা আর্কটিক ইন্সটিটিউট এর ফেলো নিযুক্ত হন।[]

১৮৯৫ সালে, ফ্রেজার কানাডিয়ান ভূগোলবিদ সমিতি কর্তৃক পেশাদার ভূগোলবিদ হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হন।[] ছয় বছর পর, তিনি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন।[১০]

১৯৯২ সালে, সমাজের সেবায় অবদানের জন্য তিনি রয়্যাল কানাডিয়ান ভূগোল সমিতি কর্তৃক ক্যামসেল পদক এ ভূষিত হন।[১১]

আংশিক কর্মসমূহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lumley, Elizabeth (২০০৩)। The Canadian Who's who। University of Toronto Press। পৃষ্ঠা 459। আইএসবিএন 0802088651 
  2. "World War II Veterans and Geography in Canada"। cag-acg.ca। ২০০৯-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৯ 
  3. Davis, Richard Clarke (১৯৯৬)। Lobsticks and Stone Cairns: Human Landmarks in the Arcticবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। University of Calgary Press। পৃষ্ঠা 153–154। আইএসবিএন 1-895176-88-3 
  4. Fraser, J. Keith (১৯৫৭)। "Activities of the Geographical Branch in Northern Canada, 1947-1957" (পিডিএফ)Arctic। ucalgary.ca। 10 (4): 246। ডিওআই:10.14430/arctic3770। ২৯ জুন ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  5. Fraser (1952), p. 1
  6. Collin, Arthur E. (নভেম্বর ৪, ২০০৪)। "Alexander T. Davidson"। rcgs.org। মে ২৭, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৯ 
  7. "Introducing GIS to students in Nunavut" (পিডিএফ)ArcNorth News। esricanada.com। 6 (3)। ২০০৩। ১৮ মার্চ ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  8. "Canadian Fellows"। ucalgary.ca। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৯ 
  9. "CAG Awards Recipients"। regionalscience.org। নভেম্বর ২০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৯ 
  10. "THE ORIGINS OF THE CANADIAN ASSOCIATION OF GEOGRAPHERS"। cag-acg.ca। ২০০৭। ২০০৯-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৯ 
  11. "Camsell Award"। rcgs.org। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-০৩