সানথি ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানথি
পূর্ণ নামΑ.Ο. Ξάνθη Π.Α.Ε.
(এও সানথি ফুটবল ক্লাব)
ডাকনামআক্রিতেস (সীমান্তবাসী)
সংক্ষিপ্ত নামএওএক্স
প্রতিষ্ঠিত১ জানুয়ারি ১৯৬৭; ৫৭ বছর আগে (1967-01-01)
মাঠসানথি ফুটবল ক্লাব এরিনা
ধারণক্ষমতা৭,২৪৪
মালিকইনস্পোর্টস পিসিসি (৯৪.৩৮%)[১]
সভাপতিআরিস্তিদেস পালোগ্লু
ম্যানেজারনিকোস কারাইয়ের্গিও
লিগসুপার লীগ গ্রিস
২০১৮–১৯১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

সানথি ফুটবল ক্লাব (গ্রিক: Α.Ο. Ξάνθη Π.Α.Ε., ইংরেজি: Xanthi FC; এছাড়াও এও সানথি ফুটবল ক্লাব অথবা শুধুমাত্র সানথি এফসি নামে পরিচিত) হচ্ছে সানথি ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১৯৬৭ সালের ১লা জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সানথি এফসি তাদের সকল হোম ম্যাচ সানথির সানথি ফুটবল ক্লাব এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,২৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নিকোস কারাইয়ের্গিও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরিস্তিদেস পালোগ্লু। গ্রিক রক্ষণভাগের খেলোয়াড় দিমোস বাক্সেভানিদিস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, সানথি এফসি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ফুটবল লীগ এবং ১টি গামা এথনিকি শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

বিজয়ী (১): ১৯৮৮–৮৯
বিজয়ী (১): ১৯৮৫–৮৬
রানার-আপ (১): ২০১৪–১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:সানথি ফুটবল ক্লাব টেমপ্লেট:সুপার লীগ গ্রিস