বিষয়বস্তুতে চলুন

গুলশান ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলশান ক্লাব
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • গুলশান
ওয়েবসাইটwww.gulshanclub.com

গুলশান ক্লাব বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত একটি সামাজিক ক্লাব।[১] ২০১৯-২০ মেয়াদে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান।[২] বর্তমান সভাপতি হলেন আনোয়ার রশীদ।[৩]

ইতিহাস[সম্পাদনা]

গুলশান ক্লাব ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।[১] পরে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে এটি নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত ঢাকা শহরের গুলশান, বনানীবারিধারা এলাকার বাসিন্দাগণই এ ক্লাবের সদস্য হতে পারেন।[১] একজন সভাপতিকে প্রধান করে ১২ সদস্যের একটি নির্বাচিত নির্বাহী কমিটির মাধ্যমে ক্লাবটি পরিচালিত হয়। নির্বাহী পরিষদের সদস্যগণ প্রতি বছর সদস্যদের ভোটে নির্বাচিত হন। ৯০০ সদস্যের জন্য সীমাবদ্ধ ক্লাবটিতে মোট অট ধরনের সদস্য দেওয়া হয়।[১]

প্রতিষ্ঠার সময় একতলা একটি ভবনে ক্লাবটির কার্যক্রম শুরু হলেও পরে ভবনের সম্প্রসারণ করা হয় ও ২০০৭ সালে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি কলোসিয়াম নির্মাণ করা হয়।[১] ক্লাবটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য হল, লাইব্রেরি ও অতিথিশালা রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গুলশান ক্লাব"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  2. "গুলশান ক্লাবের নতুন সভাপতি সাইফুর রহমান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  3. "গুলশান ক্লাবের সভাপতি হলেন আনোয়ার রশীদ"প্রথম আলো। ২৬ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪