বিষয়বস্তুতে চলুন

অপর্ণা বাজপেয়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপর্ণা বাজপেয়ী
একটি অনুষ্ঠানে অপর্ণা বাজপেয়ী
জন্ম
অপর্ণা বাজপেয়ী

পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১০–বর্তমান

অপর্ণা বাজপেয়ী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল, হিন্দি এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত শশীকুমার পরিচালিত ইসান নামক তামিল চলচ্চিত্রে রেশমা শিবরাজ চরিত্রে অভিনয় করে অধিক পরিচিতি লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অপর্ণা বাজপেয়ী ভারতের উত্তর প্রদেশের কানপুরে রমেশ বাজপেয়ী ও সুষমা বাজপেয়ীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আশিস এবং অর্পিত নামে তার দুই ভাই রয়েছে।[] অপর্ণা বাজপেয়ী দিল্লির কলেজে পড়াশোনা করার পূর্বে চন্ডীগড়ের সেন্ট জেভিয়ার্স সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পেশাগত কার্যভার সম্পাদন করার জন্য তিনি তার কলেজের পড়াশোনা স্থগিত রেখেছিলেন। তামিল চলচ্চিত্রে অভিনয় করার সময় তিনি ভারতের চেন্নাইয়ে বসবাস শুরু করেন। অতঃপর তিনি চেন্নাই থেকে তাঁর পেশার সমস্ত কার্য পরিচালনা শুরু করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

অপর্ণা বাজপেয়ী বেশ কিছু প্রতিষ্ঠানের হয়ে মডেলিং করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। মডেলিং করার সময় তিনি বেশ কিছু নামকরা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে কাজ করেছেন; যার মধ্যে জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খানের সাথে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন উল্লেখযোগ্য।[] খ্যাতিমান পরিচালক শশীকুমার অপর্ণাকে একটি বিজ্ঞাপনে দেখার পর তার চলচ্চিত্র ইসানের জন্য নির্বাচন করেছিলেন। উক্ত চলচ্চিত্রে তিনি বৈভব রেড্ডির বিপরীতে রেশমা শিবরাজ চরিত্রে (যিনি একজন ধনী কন্নড় ভাষার কলেজের ছাত্রী) অভিনয় করেছেন। শব্দ প্রয়োগের সময় তিনি নিজের অভিনয়ে নিজেই কন্ঠদান করেছিলেন, যেখানে অন্যান্য অভিনেত্রীরা সাধারণত নিজে স্বর প্রয়োগ করেন না। [] এই চলচ্চিত্রটি ২০১০ সালের ১৭ই ডিসেম্বর তারিখে মুক্তি পেয়েছিল; মুক্তি পাওয়ার পর পরই সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল। সমালোচকরা এই চলচ্চিত্রের সকল অভিনয়শিল্পীদের "প্রায় নিখুঁত" হিসেবে আখ্যায়িত করেছে; এবং এই চলচ্চিত্রে অপর্ণার কাজকে "অবিশ্বাস্য" বলে আখ্যায়িত করেছে।[][]

পরবর্তীতে তিনি আজমল আমিরের বিপরীতে করুপ্পমপট্টিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তিনি শশীকুমারের প্রযোজনা কোম্পানির সাথে থিরু নগরর এ অভিনয় করার জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হয় নি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হরর স্টোরিতে ম্যাগি চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি বলিউড জগতে পদার্পণ করেন। ২০১৬ সালে, সেবাস্টিয়ান মালিয়েক্কাল দ্বারা পরিচালিত মালয়ালম চলচ্চিত্র শ্যামে সিন্দা চরিত্রে অভিনয় করার মাধ্যমে মালয়ালম জগতে অভিষেক করেন। অতঃপর ২০১৮ সালে, তিনি একতা কাপুর এবং কেন ঘোষ দ্বারা পরিচালিত এএলটিবালাজীর ওয়েব সিরিজ এক্সএক্সএক্সের প্রথম পর্বে (দ্য ব্রাইড ইন দ্য ট্রেন) অভিনয় করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chat with 'Eesan' Aparna"। ১৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০ 
  2. "Interview with Easan heroine-Aparna Bajpai | KOLLY TALK"। ৬ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০ 
  3. "Aparna dubbed own lines in Tamil debut - The Times of India"। ২০১২-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  4. Movie Review:Easan
  5. Easan is worth a watch but... - Rediff.com Movies