আনতারা আনসারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনতারা আনসারী ( عنترة أنصاري ) (৬২৫ খ্রি.) মৃত্যু মুহাম্মাদের একজন আনসার সাহাবা ছিলেন।[১] তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে নিহত হয়েছিলেন।[২]

পরিচয়[সম্পাদনা]

তার জন্মতারিখ ও বংশপরিচয় সম্পর্কে কিছুই জানা যায় না।[১] তবে ইবনে ইসহাকের বর্ণনামতে তিনি সুলায়ম ইবনে আম‌র ইবনে হাদিদা নামক জনৈক মদিনাবাসির অভিভাবক বা বন্ধু ছিলেন। আবার ইবনে হিশাম বর্ণনা করেছেন, আনতারা আনসারী বনু তামিম ইবন কা'ব ইবনে সালামা গোত্র সাথে এর মিত্র (হালিফ) ছিলেন। তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন তা নির্দিষ্ট করে বলা যায় না।[১] তবে তিনি বদরের যুদ্ধে ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৩][৪][৫]

মৃত্যু[সম্পাদনা]

আনতারা আনসারী উহুদের যুদ্ধে নাওফাল ইবনে মুয়াবিয়া আদ-দিলির আঘাতে উহুদ প্রান্তরেই মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ৪১৪। 
  2. ইবনে হাজার আসকালানী, আল ইসাবা ফি তাময়ীযিস-সাহাবা, বাগদাদ ১৩২৮ হি., ৩খণ্ড- ৪০ 
  3. আয-যাহাবী, তাজরীদু আসমাইস-সাহাবা, বৈরূত তা, বি., ১খণ্ড- ৪২৭ 
  4. ইবনে সা'দ, তাবাকাত, বৈরূত তা, বি., ৩খণ্ড- ৫৮২ 
  5. ইবনে কাছির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, বৈরূত ১৯৭৮ খ্রিঃ, ৩খণ্ড- ৩২৩