করোনা পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাউন্ট করোনা
মাউন্ট করোনা, লা কুইমাদা দে ওড়জোলা থেকে দেখা

করোনা পর্বত বা মাউন্ট করোনা বা ভলকান দে লা করোনা হচ্ছে একটি ৬০৯ মিটার (১,৯৯৮ ফু) উঁচু বিলুপ্ত আগ্নেয়গিরি যা ক্যানারি দ্বীপের ল্যাঞ্জারোতে ( স্পেন ) অবস্থিত। এটা হারিয়া পৌরসভার ইয়ে গ্রামের কাছে অবস্থিত। , প্রায় ৪ বছর আগে এর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের নেভ রস দিয়ে দ্বীপের উত্তর-পূর্বের একটি বৃহত অঞ্চল ঢেকে যায়। দ্বীপটির সবচেয়ে দর্শনীয় ভূতাত্ত্বিক আকর্ষণ দুটি হচ্ছে কুইভা দে লস ভার্দেস এবং জামেস ডেল আগুয়া।

তথ্যসূত্র[সম্পাদনা]

রজার্স, বি এবং এস (2005)। ভ্রমণকারীরা: ল্যানজারোট এবং ফুয়ের্তেভেন্তুরা, পিটারবারো: টমাস কুক প্রকাশনা। আইএসবিএন ১-৮৪১৫৭-৫০৪-৬