মিঠু বরুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিঠু বরুয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম নামমিঠু বরুয়া
জাতীয়তাভারত ভারতীয়
জন্ম১৯৭৪
গুয়াহাটী
দাম্পত্য সঙ্গীপরাগ দাস
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াসাঁতার

মিঠু বরুয়া ভারতের অসমের একজন প্রাক্তন রাষ্ট্রীয় সাঁতারবিদ। তিনবছর বয়সে দীঘলীপুখুরীর দুইপার সাঁতরাতে সক্ষম হওয়া[১] মিঠু বরুয়া ৫০ মিটার ফ্রিষ্টাইল শাখায় রাষ্ট্রীয় রেকর্ড গড়ার[২] সাথে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাফ গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত সপ্তম এশিয়া পেসিফিক চ্যাম্পিয়নশিপে মিঠু বরুয়া ভারতের হয়ে ২টি সোনার পদক, ২টি রূপার পদক ও একটা ব্রোঞ্জের পদক লাভ করতে সক্ষম হয়েছিলেন।[৩] ১৯৯৮ সালে মিঠু বরুয়া সাঁতারের কেরিয়ার সমাপ্ত করেন। তিনি বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একজন শীর্ষ আধিকারিক।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মিঠু বরুয়া সমসাময়িক রঞ্জী ট্রফী ক্রিকেট খেলোয়াড় পরাগ দাসের সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন।[৩] ২০০১ সালে তাঁদের পুত্র, ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রিয়ান পরাগের জন্ম হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মিঠু বরুয়া"। অলিম্পিয়া। নভেম্বর ২৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০ 
  2. Kishore, Shashank (আগস্ট ৩, ২০১৭)। "Playstation, books, music, and a whole lot of runs"। ESPNCricInfo। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০ 
  3. "Sportsperson: Mithu Baruah"। Krirangan। এপ্রিল ৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০ 

টেমপ্লেট:আসামের সুপ্ৰসিদ্ধ ব্যক্তিগণ