মা আনন্দময়ী
শ্রী আনন্দময়ী মা | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | নির্মলা সুন্দরী ৩০ এপ্রিল ১৮৯৬ |
মৃত্যু | ২৭ আগস্ট ১৯৮২ দেরাদুন, উত্তরপ্রদেশ, ভারত | (বয়স ৮৬)
দর্শন | তন্ত্র |
ঊর্ধ্বতন পদ | |
ওয়েবসাইট | www |
আনন্দময়ী মা (জন্মনাম: নির্মলা সুন্দরী; ১৮৯৬–১৯৮২) হিন্দু আধ্যাত্মিক সাধিকা। ১৮৯৬ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল ব্রাহ্মণবাড়ীয়া জেলার খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।[১][২] তাঁর পৈতৃক নিবাস ছিল একই জেলার বিদ্যাকুট গ্রামে। পিতা বিপিনবিহারী ভট্টাচার্য মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ীর মধ্যেও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকেই তাঁর মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা দেয়। তখন থেকেই হরি নামকীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন।[৩]
জীবনী
[সম্পাদনা]আন্দময়ীর প্রকৃত নাম নির্মলা সুন্দরী; দাক্ষায়ণী, কমলা ও বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। ১৯০৮ খ্রিষ্টাব্দে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তাঁর বিবাহ হয়। প্রথম দিকে তাঁকে উন্মাদ বা হিস্টিরিয়া ব্যাধিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়। কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাঁকে মহাভাবের সাধিকারূপে আবিষ্কার করেন।[৪] স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন।[৩][৫] রমণীমোহন ১৯২৪ খ্রিষ্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা তাঁর সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে কালীমন্দির (১৯২৬) প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন।[৩][৫] এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকেই তাঁর নাম হয় আনন্দময়ী মা।[১] ঢাকার রমনায় তাঁর আশ্রম গড়ে ওঠে। তাঁর আধ্যাত্মিক ভাবধারায় অনেক গুণীজন আকৃষ্ট হন।[৬] তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং ডাক্তার ত্রিগুণা সেন। নৃত্যশিল্পী উদয়শঙ্করও নৃত্য সম্পর্কে আনন্দময়ীর বিশ্লেষণ শুনে মুগ্ধ হয়েছিলেন। আনন্দময়ীর মতে জগৎটাই নৃত্যময়; জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদগম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, একসময় স্তিমিত হয়ে আবার সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্য দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ককেই নির্দেশ করেছেন।
১৯৩২ খ্রিষ্টাব্দে আনন্দময়ী স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তাঁর লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিক ভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তাঁর একটি বিশেষ কীর্তি হলো প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন এবং যজ্ঞ, কীর্তন, নাচ-গান ইত্যাদির মাধ্যমে ভগবৎ সাধনার ক্ষেত্র তৈরি করেন। এভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থ সমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থান প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রমনা ও খেওড়াসহ ভারতের বারাণসী, কনখল প্রভৃতি স্থানে তাঁর নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে। তাঁর নামে এরূপ মোট ২৫টি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। ‘সংসারটা ভগবানের; যে যে অবস্থায় আছে, সেই অবস্থায় থেকে কর্তব্যকর্ম করে যাওয়া মানুষের কর্তব্য।’ এটাই আনন্দময়ীর মুখ্য বাণী। ১৯৮২ খ্রিষ্টাব্দের ২৭ আগস্ট তিনি দেহত্যাগ করেন।[২] তাঁর মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ করা হয়।[৫][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Lipski, Alexander (১৯৯৩)। Life and Teaching of Sri Anandamayi Ma। Motillal Benarsidass Publishers। পৃষ্ঠা 28।
- ↑ ক খ Hawley, John Stratton (২০০৬)। "Anandamayi Ma: God came as a Women"। The life of Hinduism। Univ. of California Press। পৃষ্ঠা ১৭৩–১৮৩। আইএসবিএন 0520249135।
- ↑ ক খ গ "Introduction" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৪৩২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ ক খ গ মনোরঞ্জন ঘোষ (২০১২)। "আনন্দময়ী, মা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Chaudhuri, Narayan (১৯৮৬)। That Compassionate Touch of Ma Anandamayee। Motilal Banarsidass। পৃষ্ঠা ১৬–১৮; ২৪–২৬; ১২৯–১৩৩। আইএসবিএন 978-81-208-0204-9।
- ↑ "Sri Sri Anandamayi Ma's Devotees"। www.anandamayi.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়েবসাইট
- A timeline of events
- MatriVani, a compendium of Anandamayi's teachings
- Official Anandamayi Ma website
- The personal papers of Anandamayi are in the Andover-Harvard Theological Library at Harvard Divinity School in Cambridge, Massachusetts.
- Articles with faulty RISM identifiers
- Pages with red-linked authority control categories
- ধর্মীয় নেতা
- ১৮৯৬-এ জন্ম
- ১৯৮২-এ মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যক্তি
- দেরাদুনের ব্যক্তি
- হিন্দু ধর্মীয় নেতা
- ২০শ শতাব্দীর ভারতীয় দার্শনিক
- ২০শ শতাব্দীর বাংলাদেশী দার্শনিক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- বাঙালি হিন্দু
- ভারতীয় যোগী
- ভারতীয় হিন্দু আধ্যাত্মিক শিক্ষক
- ২০শ শতাব্দীর হিন্দু দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ
- হিন্দু নারী ধর্মগুরু
- ২০শ শতাব্দীর নারী শিক্ষাবিদ
- বাঙালি হিন্দু সাধু
- নব্য হিন্দুধর্মীয় আন্দোলন
- ২০শ শতাব্দীর হিন্দু ধর্মগুরু
- অদ্বৈতবাদী দার্শনিক
- বাঙালি দার্শনিক
- হিন্দু পুনরুজ্জীবনবাদী
- হিন্দু তন্ত্র
- ভারতীয় হিন্দু সন্ন্যাসী
- ভারতীয় মহিলা দার্শনিক
- শাক্তধর্ম
- ১৯শ শতাব্দীর ভারতীয় নারী
- ১৯শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- আধুনিক যোগ গুরু