বিষয়বস্তুতে চলুন

ইয়ো জিমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ো জিমা (Iwo Jima)
ভূগোল
অবস্থানপ্রশান্ত মহাসাগর
স্থানাঙ্ক২৪°৪৭′ উত্তর ১৪১°১৯′ পূর্ব / ২৪.৭৮৩° উত্তর ১৪১.৩১৭° পূর্ব / 24.783; 141.317
দ্বীপপুঞ্জআগ্নেয়গিরি দ্বীপ
প্রশাসন
জনপরিসংখ্যান
জনসংখ্যাস্থানীয় বাসিন্দা নেই (কেবল সামরিক লোক)

ইয়ো জিমা /ˈw[অসমর্থিত ইনপুট: 'ɵ'] ˈmə/, officially Iō-tō (硫黄島, [] listen: "সালফার দ্বীপ"), হচ্ছে জাপানের তিনটি আগ্নেয়গিরি দ্বীপের মাঝেরটি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি প্রায় ৫ মাইল (৮ কি:মি:) দীর্ঘ, ৭৩০ মিটার-৪ কি:মি: চওড়া, এবং এর আয়তন ৮ বর্গমাইল (২০ বর্গকি:মি:)।[] এটি টোকিও থেকে ৬৫০ মাইল (৭৫০ মাইল; ১২০০ কি:মি:) দূরে অবস্থিত। ১৯৪৫ সাল পর্যন্ত এটি জাপানের অধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ফ্রেব্রুয়ারি-মার্চে এখানেে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে ইয়ো জিমার যুদ্ধ সংঘটিত হয়েছিল। মার্চ মাসের মধ্যে এই দ্বীপ আমেরিকা যুক্তরাষ্ট্র‌ অধিকার করে। আমেরিকার উড়োজাহাজগুলি জাপানে যাবার জন্য একে ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল। ১৯৬৮ সালে একে পুনরায় জাপানের শাসনে স্থানান্তরিত করা হয়।

কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া ইয়ো জিমার ছবি (Iōtō), ১৯৯৯।


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Global Volcanism Program | Iwo Jima"। ১৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  2. "地名等の統一に関する連絡協議会 硫黄島の呼称を「いおうじま」から「いおうとう」へ変更"Geographical Survey Institute of Japan। ২০০৭-০৬-১৮। ২০১২-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-২০  (জাপানি)
  3. Britannica Reference Encyclopedia। Singapore: Encyclopaedia Britannica Inc.। ২০১৩। পৃষ্ঠা 369।