সরজুবালা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরজুবালা দেবী
পরিসংখ্যান
জাতীয়তা ভারত
জন্ম (1993-06-01) ১ জুন ১৯৯৩ (বয়স ৩০)
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
Women's boxing
Women's World Amateur Boxing Championships

সরজুবালা দেবী (জন্ম: ১ জুন, ১৯৯৩) হলেন একজন ভারতীয় বক্সার। ২০১৬ সালে, সরজুবালা রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। [১][২] তুরস্কে আয়োজিত যুব বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি সেরা বক্সারের শিরোপা লাভ করেন এবং তাঁর জন্য ২০১২ সালে অলিম্পিক গোল্ড কোয়েস্ট (ওজিকিউ) সরজুবালা দেবীকে তাঁদের পক্ষে থেকে সব রকমের সমর্থনের কথা ঘোষণা করেছিল।[৩] পরবর্তী সময়ে তাকে মেরি কম সাথে তুলনা করা হয়।[৪] যদিও সর্বদা ৪৮ কেজি বিভাগে অংশ নিতেন তবে সম্প্রতি তিনি ৫৫ কেজি বিভাগে অংশ নেন। এই পরিবর্তনের পর ২০১৮ সালে, তিনি জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ (ফ্লাই বিভাগ) এ স্বর্ণপদক লাভ করেন। তিনি পাতিয়ালাতে স্পতম যুব মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপে এবং ১৪ তম সিনিয়র মহিলা বক্সিং প্রতিযোগিতায় সেরা বক্সারের শিরোপা জিতেছেন।[৫]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সরজুবালা দেবী এক কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা রাজেন সিং এবং মাতা থোবি দেবী।[৫] পরবর্তীকালে, ২০০৫ সালে, মেরি কমের সাফল্যের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বক্সিং স্কুলে যোগ দিয়েছিলেন। দুবছর পরে, তিনি তার শহর, ইম্ফালে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেছিলেন।[৬] জুনিয়র ন্যাশনালসে রৌপ্য পদক লাভ করার আগে তিনি ২০০৬ এবং ২০০৮ সালে উপ-জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১১ সালে, তিনি বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন [৩] এবং পরে সেই বছরে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১১ সালে, তিনি একাদশ সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। [৫] দুর্ভাগ্যক্রমে তিনি রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের বেশি আর যেতে পারেননি। ২০১৮ সালে, তিনি এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু কোয়ার্টার ফাইনালে চীনের চ্যাং ইউয়ান এর বিপক্ষে হেরে গিয়েছিলেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sarjubala bows out of Sr Women's National boxing Championship - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  2. "Rio Olympics 2016: Lack of a boxing federation has hurt the Indian women boxers"www.sportskeeda.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  3. "OGQ to support youth world champion boxer Sarjubala Devi"Zee News (ইংরেজি ভাষায়)। ২০১২-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  4. "Asian Games 2018: With tweaked boxing style, 'golden girl' Sarjubala Devi wants to make up for CWG heartbreak"Firstpost। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  5. "Indian Boxing Federation Boxer Details"www.indiaboxing.in। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  6. https://web.archive.org/web/20181117151332/http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/ETNEW/ArtWin.asp?From=Archive&Skin=ETNEW&BaseHref=ETM%2F2012%2F08%2F12&ViewMode=HTML&EntityId=Ar02300&AppName=1। ১৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  7. "Asian Games 2018 day 11 as it happened: Arpinder, Swapna bag gold, India women book hockey final berth"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩