বাংলা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা
পরিচালকফাইম ভূঁইয়া
প্রযোজকদোমেনিকো প্রোকাচ্চি
আন্নামারিয়া মোরেল্লি
রচয়িতাফাইম ভূইয়া
ভানেসসা পিচারেল্লি
শ্রেষ্ঠাংশেফাইম ভূঁইয়া
কার্লোত্তা আন্তোনেল্লি
সিমোনে লিবেরাতি
পিয়েত্রো সের্মন্তি
শায়লা মহিউদ্দিন
নাসিমা আক্তার
রিশাদ নুরানী
সুরকারদারিও লাঞ্জেল্লোত্তি
চিত্রগ্রাহকসিমোনে দোনোফ্রিও
সম্পাদকরবের্তো দি তান্না
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকফানডাঙ্গো
মুক্তি
স্থিতিকাল৮৭ মিনিট
দেশইতালি
ভাষাইতালীয় ভাষা

বাংলা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইতালীয়-বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রের কাহিনীকার ও পরিচালক হলেন ফাইম ভূঁইয়া।[২] চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে ২০১৯-এ প্রাক-দেখানো হয়েছিল।[৩] চলচ্চিত্রে অভিনয় করেছেন পরিচালক ফাইম ভূঁইয়া নিজেই এবং কার্লোত্তা আন্তোনেল্লি

কাহিনী[সম্পাদনা]

চলচ্চিত্রটির উপস্থাপন চলাকালে ফাইম ভূইয়া ও ভানেসসা পিচারেল্লি।

ফাইম ২২ বছরের এক তরুণ বাঙ্গালী ছেলে, যে ইতালিতে জন্মগ্রহণ করেছে। ফাহিম তার পরিবারসহ তরপিনাত্তারার রোমান কোয়াটারে বাস করে। তার পরিবারে রয়েছে স্বপ্নদ্রষ্টা পিতা, খুব ঐতিহ্যবাদী মা এবং অন্য এক বাঙালি ছেলের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হতে যাওয়া এক বোন। ফাহিম তার সময়টুকু পরিবারের সাথে, এক যাদুঘরের কর্মচারী হিসেবে কাজ করে, তাঁর এক বন্ধু পুষার মাত্তেওর সাথে দেখা-সাক্ষাত করে এবং তার তিন বন্ধকে নিয়ে তার ব্যান্ড মুন স্টার স্টুডিওতে সঙ্গীত সাধনা করে কাটায়। ফাহিম তার ব্যান্ড দলটি নিয়ে কখনও কখনও আশেপাশের এলাকায় গান গেয়ে থাকে এবং এমনই এক সঙ্গীত সন্ধ্যার সময় ফাহিম এশিয়ার সাথে পরিচিত হয় ও তাঁকে ভালোবেসে ফেলে। এশিয়া এক তরুণ রোমান মেয়ে। ফাইমের জীবন এখন আড়াআড়ি পথের মত। তাঁকে অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে: সে তার পরিবার নিয়ে ইতালি ছেড়ে লন্ডনে চলে যাবে, নাকি তার সাধারণ বন্ধুবান্ধব ও তার ভালোবাসার বালিকার সাথে রোমে থেকে যাবে।

বিতরণ[সম্পাদনা]

পোস্টার এবং ট্রেলার ২০১৯ সালের ১৯ এপ্রিল প্রকাশিত হয়। ইতালিতে এটি ফান্ডাঙ্গো কর্তৃক ১৬ই মে ২০১৯ থেকে জাতীয়স্তরে বিতরণ করা হয়।

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার শ্রেণী ফলাফল সূত্র
২০১৯ হামবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা নির্মাণ মনোনীত [৪]
ইতালীয় চলচ্চিত্র উৎসব দর্শক পুরস্কার বিজয়ী [৫]
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম বড় পর্দা পুরস্কার মনোনীত [৬]
নাস্ত্রো দারজেন্তো সেরা কমেডি বিজয়ী [৭]
গ্লোবো দরো সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য বিজয়ী [৮][৯]
২০২০ ফেস্তিভাল দেল সিনেমা এউরোপেও মারিও ভেরদোনে পুরস্কার বিজয়ী [১০]
দাভিদ দি দোনাতেল্লো সেরা অভিষিক্ত পরিচালক বিজয়ী [১১]
সেরা মৌলিক চিত্রনাট্য মনোনীত [১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IFFR 2019 Programmabijlage by iffr278 - Issuu" 
  2. "Bongo releases Italian movie 'Bangla' November 13"newagebd.net। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০ 
  3. "IFFR reveals Tiger and Big Screen Competition line-ups"। ৯ জানুয়ারি ২০১৯। 
  4. https://filmitalia.org/en/festival/33817/
  5. https://festadocinemaitaliano.com/noticias/o-melhor-do-cinema-italiano-regressa-a-almada
  6. https://iffr.com/en/iffr/2019/films/bangla
  7. "Nastri d'Argento 2019: «Bangla» di Phaim Bhuiyan è la commedia dell'anno"কররিয়েরে দেল্লা সেরা। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  8. https://www.romatoday.it/eventi/globo-d-oro-premiazioni.html
  9. "Phaim Bhuiyan - Awards"IMDb 
  10. https://www.festivaldelcinemaeuropeo.com/2020/en/mario-verdone-award/
  11. "Bellocchio and his Traitor triumph at the David di Donatello awards. Best newcomer the 24-year-old Bhuiyan"www.finestresullarte.info 
  12. "David di Donatello 2020, le nomination"জিকিউ ইতালিয়া। ফেব্রুয়ারি ১৮, ২০২০।