বেহদ ২
অবয়ব
বেহদ ২ | |
---|---|
ধরন | রোমান্স থ্রিলার নাটক |
নির্মাতা | প্রতীক শর্মা |
পরিচালক | প্রতীক শাহ |
সৃজনশীল পরিচালক | অমীতা দেবাদিগা |
অভিনয়ে | জেনিফার উইঙ্গেট আশীষ চৌধুরী শিবিন নারঙ্গ |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
নির্মাণ | |
প্রযোজক | প্রতীক শর্মা |
নির্মাণের স্থান | মুম্বই ফিল্ম সিটি |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | প্রায় ৮০ মিনিট |
নির্মাণ কোম্পানি | এলএসডি ফিল্ম প্রাইভেট লিমিটেড |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্কস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
ছবির ফরম্যাট | ৫৭৬আই ১০৮০আই (এইচডিটিভি) |
মূল মুক্তির তারিখ | ২ ডিসেম্বর ২০১৯ |
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান | বেহদ |
বেহদ ২ (অনু. সীমাহীন ২) হচ্ছে একটি ভারতীয় রোম্যান্স, থ্রিলার টেলিভিশন ধারাবাহিক, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ২০১৯ সালের ২রা ডিসেম্বর তারিখ হতে প্রচারিত হচ্ছে।[১] এতে অভিনয় করছেন জেনিফার উইঙ্গেট, আশীষ চৌধুরী এবং শিবিন নারঙ্গ।[২]
অভিনয়ে
[সম্পাদনা]প্রধান
[সম্পাদনা]- আশীষ চৌধুরী – মৃত্যুঞ্জয় রায়-রুদ্রের বাবা এবং মায়ার সাবেক প্রেমিক।
- জেনিফার উইঙ্গেট – মায়া জয়সিংহ-মৃতুঞ্জয়; মৃতুঞ্জয়ের সাবেক বান্ধবী
- শিবিন নারঙ্গ – রুদ্র রায়-মৃতুঞ্জয়; অজানা পুত্র, টিপসি এবং রজতের চাচাত ভাই
আবর্তক
[সম্পাদনা]- রুপা দিভেতিয়া – মৃতাঞ্জয়ের মা এবং রুদ্র এবং রজতের দাদী
- মেলানি নাজারেথ – মৃতুঞ্জয়ের স্ত্রী এবং রুদ্রের মা
- নিকুঞ্জ মালিক – দিয়া রায়-মৃতুঞ্জয়ের ভাবি ও টিপসি ও রজতের মা
- পরশ মদন – টিপসি রায়-দিয়ার অবৈধ পুত্র এবং রুদ্রের বন্ধু
- রজত বর্মা – দিয়ার পুত্র এবং রুদ্রের চাচাতো ভাই
- কঙ্গন জাইদি – কাব্য-রুদ্রের বন্ধু
- হাসান জাইদি – কাব্যের বাবা
- গুরপ্রিত সাচদেব – কাব্যর মা
উৎপাদন
[সম্পাদনা]উন্নয়ন
[সম্পাদনা]বেহদ ২ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক বেহদের দ্বিতীয় কিস্তি। এই ধারাবাহিকের প্রথম প্রচারণামূলক ভিডিও ২০১৯ সালের ১লা ডিসেম্বর তারিখে প্রকাশ করা হয়েছিল; উক্ত ভিডিও-এ জানানো হয় যে, পূর্বের কিস্তির মতো জেনিফার উইগেটকেই মায়া জয়সিংয়ের চরিত্রে দেখা যাবে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jennifer Winget's Beyhadh 2 promises to be intense and we can't wait for the first look on THIS date"। PINKVILLA (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮।
- ↑ "Beyhadh 2: Ashish Chowdhary and Shivin Narang to star opposite Jennifer Winget"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫।
- ↑ Beyhadh 2 | Coming Soon | Promo