মস্তিষ্কের রক্তক্ষরণ (দ্ব্যর্থতা নিরসন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মস্তিষ্কের রক্তক্ষরণ

মস্তিষ্কের রক্তক্ষরণ (ইংরেজি: brain hemorrhage) বলতে মূল মস্তিষ্কের কলা (টিস্যু) বা প্রকোষ্ঠে (ভেন্ট্রিকল) সৃষ্ট রক্তক্ষরণকে বোঝানো হয়। এই সম্পর্কিত নিবন্ধটি হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল রক্তক্ষরণ

অনুগ্রহ করে লক্ষ্য করুন মস্তিষ্কের রক্তক্ষরণ কিছু ক্ষেত্রে রক্তক্ষরণজনিত স্ট্রোকের (ইংরেজি: hemorrhagic stroke) কারণ হলেও সাধারণ অর্থে এটি স্ট্রোককে নির্দেশ করে না। এ বিষয়ে জানতে দেখুন স্ট্রোক নিবন্ধ এবং স্ট্রোক নামের সাথে সংশ্লিষ্ট নিবন্ধগুলো দেখতে দেখুন স্ট্রোক (দ্ব্যর্থতা নিরসন)

মস্তিষ্কের রক্তক্ষরণ দ্বারা মস্তিষ্কের অন্যান্য অংশের রক্তক্ষরণকেও বোঝানো হতে পারে, যার মধ্যে রয়েছে:

এছাড়াও মস্তিষ্কের হেমাটোমা বা রক্তবাহিকার বাইরে সৃষ্ট রক্তক্ষরণ বোঝানো হলে, সে বিষয়ে দেখুন: