আন্তর্জাতিক দাবা দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক দাবা দিবস
পালনকারীবিভিন্ন দেশ
তারিখ২০ জুলাই
সংঘটনAnnual
প্রথম বার১৯৬৬
সম্পর্কিতবিশ্ব দাবা সংস্থা, দাবা

আন্তর্জাতিক দাবা দিবস প্রতি বছর ২০ জুলাই তারিখে দাবা খেলার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে পালন করা হয়। ১৯২৪ সালের ২০ জুলাই তারিখে ফ্রান্সর রাজধানী প্যারিস শহরে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল। এদিনের স্মৃতি হিসাবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয়।

রাষ্ট্রসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা প্রথমবারের জন্য বিশ্ব দাবা দিবস পালনর প্রস্তাবনা দিয়েছিল এবং ১৯৬৬ সাল থেকে এই দিবস উদ্‌যাপন করে আসা হচ্ছে।[১] প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস উদ্‌যাপন করে। এই দিবসের দিন বিশ্ব দাবা সংস্থার ১৮১ টি সদস্য দাবা সংস্থা স্থানীয়, জাতীয় এবং আন্তঃজাতিক পর্যায়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত করে।[২] এর সঙ্গে দাবা খেলাক জনপ্রিয় করার জন্য বিভিন্ন কার্যপন্থা হাতে নেওয়া হয়। ২০১৩ সালে বিশ্বের ১৭৮ দেশে বিশ্ব দাবা দিবস অনুষ্ঠিত হয়েছিল।[৩]

এই দিবস বিশ্বের প্রায় ৬০ কোটি দাবা খেলোয়াড় পালন করেন।[৪][৫][৬] ২০১২ সালের এক সমীক্ষা অনুসারে বিশ্বের প্রাপ্তবয়স্ক লোকের ভিতর ৭০% জীবনের কোনো এক সময়ে দাবা খেলেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History of International Chess Day"। Chess-teacher.com। ২০১২-০৭-২১। ২০১৫-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৭ 
  2. "FIDE Membership"। FIDE.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০১ 
  3. "Interview by Kirsan Ilyumzhinov - in Russian"। Vesti.ru। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৭ 
  4. "New chess player statistics from Yougov released"। FIDE.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৭ 
  5. "Number of Chess Players Worldwide"। Theweekinchess.com। ২০১৩-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৮ 
  6. "Can Andrew Paulson and Magnus Carlsen Make Chess Cool"The New Republic। ২০১৩-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৭ 

External links[সম্পাদনা]