হুসাইল ইবনে জাবির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুসাইল ইবনে জাবির
মুহাম্মাদের সাহাবা
জন্ম৬২৫ খ্রিস্টাব্দ
আবস শাখা, গাতফান গোত্র, মক্কা, সৌদি আরব
মৃত্যু৬২৭ খ্রিস্টাব্দ
উহুদের যুদ্ধে
যার দ্বারা প্রভাবিতমুহাম্মাদ, আবু বকর, উমর
ব্যক্তিগত তথ্য
সন্তান৫টি পুত্র
  • হুজাইফা ইবনে হুসাইল
  • সাদ ইবনে হুসাইল
  • সাফওয়ান ইবনে হুসাইল
  • মুদলিজ ইবনে হুসাইল
  • লাইলা ইবনে হুসাইল
উল্লেখযোগ্য কাজউহুদের যুদ্ধে অংশগ্রহণ

হুসাইল ইবনে জাবির(মৃত্যু ৩ হিজরী/৬২৫ খ্রিষ্টাব্দে) মুহাম্মদ এর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন । যিনি রাসুল মক্কা থাকতেই ইসলাম গ্রহণ করেন । তিনি রাসুল এর বিখ্যাত সাহাবী হুযাইফা ইবনে ইয়ামানের পিতা ছিলেন ।[১]

বংশ পরিচয়[সম্পাদনা]

তিনি গাতফান গোত্রের "আবস" শাখার সন্তান । এজন্য তাকে আল-আবসীও বলা হয়। পিতার নাম জাবির এবং মাতার নাম জানা যায়না । তার স্ত্রী মদিনার আন্সার গোত্রের আবদুল আশহাল শাখার কন্যা,স্ত্রীর নাম রাবাহ বিনতু কা’ব ইবন আদী ইবন আবদিল আশহাল । তার ৫ টি সন্তান ছিলো ।[২]

১. হুজাইফা ইবনে হুসাইল

২. সা’দ ইবনে হুসাইল

৩. সাফওয়ান ইবনে হুসাইল

৪. মুদলিজ ইবনে হুসাইল

৫. লাইলা ইবনে হুসাইল

এরা পরবর্তীতে ইতিহাসে ইয়ামানে বংশধর নামে পরিচিতি লাভ করে ।

মৃত্যু[সম্পাদনা]

৬২৭ খ্রিষ্টাব্দে অর্থাৎ ৫ম হিজরীতে উহুদের যুদ্ধের সময় ভিড়ের মাঝে চিনতে না পেরে ভুলক্রমে মুসলিম সৈন্যদের হাতেই নিহত হন ।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হুযাইফা ইবনুল ইয়ামান"উইকিপিডিয়া। ২০১৯-০৯-২১। 
  2. আল-ইসতী’য়াবঃ আল-ইসাবার পার্শ্বটীকা - (১/২৭৭) 
  3. দ্রঃ সহীহ বুখারী - (২/৫৮১)