বাংলাদেশ বৌদ্ধ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ বৌদ্ধ সমিতি
গঠিত১৮৮৭
প্রতিষ্ঠাতানাজির কৃষ্ণ চন্দ্র চৌধুরী
সদরদপ্তরচট্টগ্রাম, বাংলাদেশ
ওয়েবসাইটবিবিএসবিডি

বাংলাদেশ বৌদ্ধ সমিতি হলো বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মীয় জনগোষ্ঠীর একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।[১] এটি ‘চট্টগ্রাম বৌদ্ধ সমিতি’ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে বর্তমান নাম গ্রহণ করে।

ইতিহাস[সম্পাদনা]

নাজির কৃষ্ণ চন্দ্র চৌধুরী ১৮৮৭ সালে উ. গুনামেজু মহাথেরসহ আরো কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে তত্কালিন ব্রিটিশ ভারতের চট্টগ্রামে ‘‘চট্টগ্রাম বৌদ্ধ সমিতি’’ নামে এই প্রতিষ্ঠানটির গোড়পত্তন ঘটান; যা ভারত ভাগের পর ‘‘পাকিস্তান বৌদ্ধ সমিতি’’ এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ‘‘বাংলাদেশ বৌদ্ধ সমিতি’’ নামে নামকরণ করা হয়।[২]

এই সমিতির অস্থায়ী কার্যালয় হিসেবে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ব্যবহৃত হচ্ছে। =http://bibartanonline.com/2017/11/05/শত-বছরের-ঐতিহ্যবাহী-চট্ট/ |শিরোনাম=শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার |সংবাদপত্র=বিবর্তস ডটনেট - অনলাইন ভার্সন |তারিখ=৫ নভেম্বর ২০১৭ |সংগ্রহের-তারিখ=৯ সেপ্টেম্বর ২০১৯}}</ref>

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রেবতপ্রিয় বড়ুয়া (জানুয়ারি ২০০৩)। "বাংলাদেশ বৌদ্ধ সমিতি"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "About Us : History"। Bangladesh Buddhist Association (বাংলাদেশ বৌদ্ধ সমিতি)। ২০১৯। ২৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]