বাগবাটি গণহত্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাগবাটি গণহত্যা
বাগবাটি গণহত্যা বাংলাদেশ-এ অবস্থিত
বাগবাটি গণহত্যা
স্থানবাগবাটি, পাবনা, পূর্ব পাকিস্তান
তারিখ২৭ মে ১৯৭১ (UTC+6:00)
লক্ষ্যবাঙ্গালী হিন্দু
হামলার ধরনগণহত্যা
ব্যবহৃত অস্ত্ররাইফেল
নিহত২০০ এর অধিক
হামলাকারী দলআল-বদর, রাজাকার, পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি, পাকিস্তান সেনাবাহিনী

বাগবাটি গণহত্যা আল-বদর, পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও শান্তি কমিটির সমন্বয়ে এবং বৃহত্তর পাবনার পূর্ববর্তী জেলা সিরাজগঞ্জ উপ-বিভাগের বাগবাটি ইউনিয়নে ২০০ শতাধিক নিরস্ত্র বাঙালি হিন্দুদের শীতল রক্তপাতকে বোঝায়। [১] গণহত্যার পরে মৃতদেহগুলি গণকবর বা ফেলে দেওয়া হয়।

পটভূমি[সম্পাদনা]

বাগবাটি ইউনিয়ন সিরাজগঞ্জ মহকুমা সদর থেকে ১৪ কিমি উত্তর পশ্চিমে অবস্থিত। এটি এখন সিরাজগঞ্জ জেলা সদর উপজেলাধীন। পাকিস্তান সেনাবাহিনী যখন অপারেশন সার্চলাইট শুরু করে এবং সিরাজগঞ্জ দখল করে, তখন সিরাজগঞ্জ ও আশেপাশের অঞ্চল থেকে কয়েকশ বাঙালি হিন্দু বাগবাটি ইউনিয়নের অন্তর্গত বাগবাটি, হরিণগোপাল, পিপুলবেরিয়া এবং ধলদব গ্রামগুলিতে আশ্রয় নিয়েছিলেন। গণহত্যার একদিন আগে রাজাকার ও শান্তি কমিটির মধ্যে ঘোড়াছাড়া স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয়। [২] সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বাগবাটি, হরিণোপাল এবং অলোকদিয়ার ৫ শতাধিক লোককে নির্মূল করা হবে।

হত্যাকাণ্ড[সম্পাদনা]

২৭ শে মে ভোরে, একটি যৌথ অভিযানে পাকিস্তানি সেনাবাহিনী, আলবদর, রাজাকার এবং পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি গ্রামগুলিকে ঘিরে ফেলে। আল বদররা নির্বিচারে গুলি চালিয়ে দুই শতাধিক লোককে হত্যা করেছিল, বেশিরভাগ বাঙালি হিন্দু। [১] আল বদর, রাজাকার এবং পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্যরা আগুন লাগিয়ে অসংখ্য আবাস্থল লুট করেছিল। পাকিস্তান সেনাবাহিনী মহিলাদের ধর্ষণ করেছে। গণহত্যার পরের দিন, বেঁচে থাকা ব্যক্তিরা বাগবাটি ও ধলদবের পূর্ববর্তী জমিদারদের নির্জন বাড়ির কূপে মৃতদেহ ফেলে দেয়।

স্মৃতিরক্ষা[সম্পাদনা]

এই গণহত্যায় শহীদদের প্রতিবছর স্মৃতিতে স্মরণ করা হয়। [৩] বাগবাটি ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে কয়েক বছর আগে যে সমস্ত কূপে মৃতদের লাশ ফেলে দেওয়া হয়েছিল তার একটিতে একটি ছোট স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। স্থানীয়রা গণহত্যার জায়গা ও গণকবর পুনরুদ্ধারের দাবি করেছে। [৪]

আরো দেখুন[সম্পাদনা]

  • ডেমরা গণহত্যা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১৯৭১ গণহত্যায় শহীদ মুক্তিযুদ্ধাদের তালিকা"সিরাজগঞ্জ জেলা (Bengali ভাষায়)। Government of Bangladesh। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩ 
  2. Liton, Fazl-e-Khoda (১ ডিসেম্বর ২০১২)। "গৌরবময় মুক্তিযুদ্ধ"Daily Ittefaq (Bengali ভাষায়)। Dhaka। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সিরাজগঞ্জের বাগবাটি গনহত্যা দিবস"hotnewsbd24.com (Bengali ভাষায়)। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩ 
  4. Sanchay, Sajirul Islam (২৬ মে ২০১৩)। "আজ বাগবাটি গণহত্যা দিবস"Daily Juger Katha (Bengali ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩