ছয়গাঁও জমিদার বাড়ি
অবয়ব
ছয়গাঁও জমিদার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
অবস্থান | ভেদরগঞ্জ উপজেলা |
ঠিকানা | ছয়গাঁও |
শহর | ভেদরগঞ্জ উপজেলা, শরীয়তপুর জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | অজানা |
স্বত্বাধিকারী | খান বাহাদুর খলিলুর রহমান সিকদার |
ভূমিমালিক | খান বাহাদুর খলিলুর রহমান সিকদার |
কারিগরী বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
তলার সংখ্যা | দ্বিতল |
ছয়গাঁও জমিদার বাড়ি বাংলাদেশ এর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১]
ইতিহাস
[সম্পাদনা]কবে নাগাদ এবং কার দ্বারা জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে। তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটি। অর্থাৎ তারা এই জমিদার বংশধর ছিলেন। যার ফলস্বরূপ ১৯৩০ - ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনাঘাটি ছিল।
অবকাঠামো
[সম্পাদনা]সুন্দর ও নান্দনিক ডিজাইনের একটি দ্বিতল ভবন রয়েছে।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]জমিদার বাড়ির ভবনটি এখনো বেশ ভালো অবস্থায় টিকে রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জেলার দর্শনীয় স্থানসমূহ"। Superintendent of police, Shariatpur। ১ আগস্ট ২০১৮। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |