বিষয়বস্তুতে চলুন

ছয়গাঁও জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছয়গাঁও জমিদার বাড়ি
সাধারণ তথ্যাবলী
ধরনবাসস্থান
অবস্থানভেদরগঞ্জ উপজেলা
ঠিকানাছয়গাঁও
শহরভেদরগঞ্জ উপজেলা, শরীয়তপুর জেলা
দেশবাংলাদেশ
উন্মুক্ত হয়েছেঅজানা
স্বত্বাধিকারীখান বাহাদুর খলিলুর রহমান সিকদার
ভূমিমালিকখান বাহাদুর খলিলুর রহমান সিকদার
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড
তলার সংখ্যাদ্বিতল

ছয়গাঁও জমিদার বাড়ি বাংলাদেশ এর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[]

ইতিহাস

[সম্পাদনা]

কবে নাগাদ এবং কার দ্বারা জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে। তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটি। অর্থাৎ তারা এই জমিদার বংশধর ছিলেন। যার ফলস্বরূপ ১৯৩০ - ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনাঘাটি ছিল।

অবকাঠামো

[সম্পাদনা]

সুন্দর ও নান্দনিক ডিজাইনের একটি দ্বিতল ভবন রয়েছে।

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

জমিদার বাড়ির ভবনটি এখনো বেশ ভালো অবস্থায় টিকে রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জেলার দর্শনীয় স্থানসমূহ"Superintendent of police, Shariatpur। ১ আগস্ট ২০১৮। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯