অনুপ্রবেশ (চলচ্চিত্র)
অনুপ্রবেশ | |
---|---|
পরিচালক | তাপস কুমার দত্ত |
প্রযোজক | তাপস কুমার দত্ত |
চিত্রনাট্যকার | তাপস কুমার দত্ত |
কাহিনিকার | তাপস কুমার দত্ত |
শ্রেষ্ঠাংশে | আনোয়ার সায়েম সানজিয়া ইসলাম সৌমিত্র চট্টোপাধ্যায় পীযূষ বন্দ্যোপাধ্যায় আলতাফ হোসেন অলিউল হক রুমী |
চিত্রগ্রাহক | তাপস কুমার দত্ত |
মুক্তি | ১৯ জুলাই ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অনুপ্রবেশ হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনিকার, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, পরিচালক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন তাপস কুমার দত্ত।[১] চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আনোয়ার সায়েম, সানজিয়া ইসলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক রুমীসহ আরো অনেকে।
অভিনয়ে
[সম্পাদনা]- আনোয়ার সায়েম
- সানজিয়া ইসলাম
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- পীযূষ বন্দ্যোপাধ্যায়
- আলতাফ হোসেন
- অলিউল হক রুমী
কাহিনি ও মুক্তি
[সম্পাদনা]অনুপ্রবেশ-এর কাহিনি মূলত দর্শন ও জাদুবাস্তবতা ভিত্তিক। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সায়েন্স ফ্যান্টাসি। অত্যন্ত রোমান্টিক আবহে এর কাহিনি এগিয়ে চলে। একটি রহস্যময় দুর্ঘটনার শিকার হয় অরিষ্ট নামের এক যুবক। দুর্ঘটনার পর অরিষ্ট চলে যায় এক অপ্রাকৃত, ঐন্দ্রজালিক জগতে। সেখানে সে মুখোমুখি হয় তার প্রেমিকা অবন্তীর মতো দেখতে রুরু নামের একটি রহস্যময় মেয়ের। মেয়েটি অরিষ্টকে নিয়ে ঘুরে বেড়ায় গ্রহাণু ও সমুদ্রতলের অদ্ভুত জগতে। এরপর সমুদ্রবেলায় ঘুরতে ঘুরতে রুরু অরিষ্টকে জানায় পৃথিবীর অপার রহস্যের কথা। এই পৃথিবীতে কীভাবে মানুষের অনুপ্রবেশ ঘটেছে, তার কথা। এলিয়েন রুরুর কাছে অদ্ভুত সব কথা শুনতে শুনতে এলোমেলো হয়ে যায় অরিষ্টর মানসিক জগৎ। একসময় বিদায় নেয় রুরু। পাশাপাশি অরিষ্টও ক্রমশ সুস্থ হয়ে ওঠে কোমা থেকে। কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে থাকে। তিনটি টাইমট্রাভেল, সুররিয়েলিজম, সায়েন্স ফ্যান্টাসি ও ফিলসফির এক অদ্ভুত মিশেল নিয়ে এগিয়ে চলে এই চিত্রকাহিনি।
চলচ্চিত্রটি ২০১৯ সালের ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১][২][৩] একই সঙ্গে চলচ্চিত্রটি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজ পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "শুক্রবার মুক্তি পাচ্ছে অনুপ্রবেশ"। বাংলাদেশ প্রতিদিন। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "১৯ জুলাই প্রেক্ষাগৃহে অনুপ্রবেশ"। কালের কণ্ঠ। ৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "আজ মুক্তি পাচ্ছে তাপস কুমারের 'অনুপ্রবেশ'"। ইত্তেফাক। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে অনুপ্রবেশ