বালিয়াপাড়া জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালিয়াপাড়া জমিদার বাড়ি
বালিয়াপাড়া জমিদার বাড়ির দৃশ্য
বিকল্প নামবাইল্যাপাড়া জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানআড়াইহাজার উপজেলা
ঠিকানাবালিয়াপাড়া গ্রাম
শহরআড়াইহাজার উপজেলা, নারায়ণগঞ্জ জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছেআনুমানিক ১৯০০
স্বত্বাধিকারীমুকুন্দ মুরালি
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড
তলার সংখ্যা০৩

বালিয়াপাড়া জমিদার বাড়ি বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১][২]

ইতিহাস[সম্পাদনা]

আনুমানিক ১৯০০ শতকে জমিদার মুকুন্দ মুরালি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি জমিদার হওয়ার আগে অন্য এক জমিদারের আওতায় একজন খাজনা আদায়কারী ছিলেন। এছাড়াও তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে জমিদারী লাভ করেন। দেশ ভাগের পর তিনি তার জমিদারী এলাকার সকল সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান। শুধু তার মেয়েকে নারায়ণগঞ্জে বিবাহ দেওয়ার কারণে তিনি তার জমিদার বাড়িটি বিক্রি করেননি।[৩]

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় বাড়িটির প্রায় প্রত্যেকটি স্থাপনাই এখন ধ্বংসের মুখে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কালের সাক্ষী আড়াইহাজারের বালিয়াপাড়ার জমিদার বাড়ি | অন্যান্য"ittefaq। ২০১৯-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১০ 
  2. "প্রিয় গন্তব্য: আড়াইহাজার (পর্ব-১)"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরস্কার পাওয়া হিন্দু নেতার নামে 'নারায়ণগঞ্জ' | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১০