ওয়াং কিয়াং
অবয়ব
ওয়াং কিয়াং | |
---|---|
ব্যক্তির তথ্য | |
জন্ম | বুডাইউয়ান, কুয়ান্ডিয়ান মাঞ্চু স্বায়ত্তশাসিত অঞ্চল, লিয়াওনিং, চীন | ১৬ জানুয়ারি ১৯৭৫
মৃত্যু | ১৭ নভেম্বর ২০০৫ শেনইয়াং, লিয়াওনিং, চীন | (বয়স ৩০)
মৃত্যুর কারণ | মৃত্যুদণ্ড |
দোষপ্রমাণ | খুন ও ধর্ষণ |
হত্যাকাণ্ড | |
শিকারের সংখ্যা | ৪৫+ |
দেশ | চীন |
ধরার তারিখ | ১৪ জুলাই ২০০৩ |
'ওয়াং কিয়াং (সরলীকৃত চীনা: 王强; প্রথাগত চীনা: 王強; ফিনিন: Wáng Qiáng) (১৬ জানুয়ারি ১৯৭৫ - ১৭ নভেম্বর ২০০৫) চীনের লিয়াওনিং প্রদেশের কুয়ান্ডিয়ান মাঞ্চু স্বায়ত্তশাসিত অঞ্চলের বুডাইউয়ান শহরে জন্মগ্রহণকারী এক ধারাবাহিক খুনি।[১]
জীবনী
[সম্পাদনা]ওয়াং কিয়াং লিয়াওনিং প্রদেশের কাইয়ুনে বেড়ে ওঠে। তার বাবা সন্তানদের মারধর করা ছাড়াও মদ্যাসক্ত ছিলেন এবং ওয়াং কিয়াংকে বিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে দেন নি।[২]
১৯৯৫ সালের ২২ জানুয়ারি ওয়াং কিয়াং জীবনের প্রথম খুন করে। ২০০৩ সালের ১৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়। সে ৪৫ টি খুন ও ১০ টি ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিল। সে কিছু যুবতীকে হত্যার পর তাদের মৃতদেহের সাথে যৌনসঙ্গমেও লিপ্ত হয়েছিল।
বিচারে তার মৃত্যুদণ্ড হয় এবং ২০১৫ সালের নভেম্বর মাসে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 辽特大系列杀人、强奸案告破 百日会战显成效 (চীনা ভাষায়)। 搜狐网 来源:东北新闻网। ২০০৩-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০১০-০৭-৩০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" 残杀45人,嗜血魔头没有父母没有家 (চীনা ভাষায়)। 家庭期刊集团 原载《家庭》2005年6期 文/肖 宁। ১ জুন ২০০৫। ৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০।
- ↑ "辽宁连环杀人犯王强的双面人生:杀了人从来不跑" (চীনা ভাষায়)। Sina.cn। ৭ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪।