আয়াত (গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"আয়াত"
বাজিরাও মাস্তানি অ্যালবাম থেকে
  • অরিজিৎ সিং
  • মুজতবা আজিজ নাজা
  • শাদব ফরিদী
  • আলতামাশ ফরিদী
  • ফারহান সাবরি
কর্তৃক গান
ভাষা
মুক্তিপ্রাপ্ত১৬ ডিসেম্বর ২০১৫ (2015-12-16)
বিন্যাস
ধারা
দৈর্ঘ্য:২২
লেবেলইরোস নাউ
সুরকারসঞ্জয় লীলা বনশালি
গীতিকার
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "আয়াত"

আয়াত ভারতীয় চলচ্চিত্র বাজিরাও মাস্তানির সঙ্গীত অ্যালবামের একটি গান। গানটিতে "আয়াত" শব্দটি ব্যবহারের মাধ্যমে মাস্তানির প্রতি বাজিরাওয়ের প্রেম, ভালোবাসার কথা বর্ণিত হয়েছে। এই গানে মূলকণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। নেপথ্যে সমবেত কন্ঠ কাওয়ালি গেয়েছেন মুজতবা আজিজ নাজা, শাদাব ফরিদী, আলতামাশ ফরিদী ও ফারহান সাবরি।[১] গানটিতে সুরারোপ করেছেন চলচ্চিত্র নির্মাতা এবং সুরকার সঞ্জয় লীলা বনশালি। গানটির গীতিকার হলেন এ এম তুরাজ এবং কাওয়ালী অংশ লিখেছেন নাসির ফারাজ। চলচ্চিত্রে গানের চিত্রায়নে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (মাস্তানি) এবং অভিনেতা রণবীর সিং (বাজিরাও) অভিনয় করেছেন।

সমালোচনা[সম্পাদনা]

সুয়ানশু খুরানা দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ লিখেছেন, “অরিজিৎ সিং এর গাওয়া আয়াত, একটি শক্তিশালী গজল এবং এতে সুসমন্বয় সাধিত হয়েছে খুব কম। গানটি অরিজিতের কণ্ঠে খুব মানিয়েছে। এই গানে কাওয়ালীর একটি ছোট অংশ রয়েছে যা খুব ভালোভাবে কাজ করেছে।"[২]

পুরস্কার ও মনোয়ন[সম্পাদনা]

সাল পুরস্কার মনোনীত বিভাগ ফলাফল
২০১৫ মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস অরিজিৎ সিং বছরের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী মনোনীত[৩]
সঞ্জয় লীলা বনশালি বছরের শ্রেষ্ঠ সঙ্গীত সুরকার
তনয় গাজ্জার শ্রেষ্ঠ সঙ্গীত প্রকৌশলী(রেকর্ডিং এবং মিক্সিং)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aayat from Bajirao Mastani: Did the song just reveal the climax?"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  2. Suanshu Khurana (২৮ নভেম্বর ২০১৫)। "Bajirao Mastani Music Review"Indian Express। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  3. "MMA Mirchi Music Awards"MMAMirchiMusicAwards। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৫