জলাশয় বাগান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জলাশয় বাগান

একটি জলাশয় বাগান হচ্ছে এমন একটি বাগান যা পরিকল্পিত ভূদৃশ্য এবং সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তৈরি করা হয়। এই বাগানে বন্যপ্রাণী বাসস্থানের বা সাঁতারের জন্য নির্মিত একটি জল বিশিষ্ট্য।

বিবরণ[সম্পাদনা]

যেকোন বড় ধরনের গাছ থেকে দূরে চৌবাচ্চা বা জলাশয় নির্মাণ করতে হবে। এতে করে গাছের শিকড়ের চাপে চৌবাচ্চা বা জলাশয়ের সিমেন্টের দেওয়ালে ফাট ধরবে না। চৌবাচ্চা বা জলাশয় থেকে পানি বের করার জন্য পাইপ রাখতে হবে। পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।অনেকে শখ করে বাড়ির এককোণে চৌবাচ্চাতৈরি করে মাছ ছাড়ে। সেই চৌবাচ্চাতেই বাগান করা যায়। একটু পরিকল্পনা করে কিছু জলজ উদ্ভিদ নির্বাচন করে তাতে লাগালেই জলাশয় বাগান তৈরি হয়ে যাবে।

উদ্ভিদ নির্বাচন[সম্পাদনা]

রঙবাহারী শালক, পদ্ম, নিফ ফিয়া লোটাস, অডোরাটা, জল লিলি, নিমফিয়া স্টেলেটা, নিমফিয়া সালফরিয়া প্রভৃতি। জলজ উদ্ভিদ জলাধারের ভেতর লাগানো যাবে।[১]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বালাইলাল জানা: ক্যাকটাস ও ফুলচাষ, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকপর্ষৎ, কলকাতা, প্রথম প্রকাশ মার্চ ১৯৮৮, পৃষ্ঠা, ১৬০-১৬২