রায়েফ আল হাসান রাফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়েফ আল হাসান রাফা
রাফা ঢাবির টিএসসি মিলনায়তনে পারফর্ম করছেন
রাফা ঢাবির টিএসসি মিলনায়তনে পারফর্ম করছেন
প্রাথমিক তথ্য
জন্মনামরায়েফ আল হাসান রাফা
জন্ম (1986-10-27) ২৭ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩৭)
ঢাকা, বাংলাদেশ
ধরন
পেশা
  • সুরকার
  • গায়ক-গীতিকার
  • প্রযোজক
বাদ্যযন্ত্র
কার্যকাল২০০৩-বর্তমান
লেবেল
ওয়েবসাইটavoidrafa.com

রায়েফ আল হাসান রাফা (জন্ম: ২৭ অক্টোবর ১৯৮৬) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক এবং গীতিকার। তিনি রক ব্যান্ড অর্থহীনের এবং ক্রিপ্টিক ফেইথের ড্রামার হিসাবেই বেশি পরিচিত। তিনি সেভিয়ার ডিমেনশিয়া, ক্রাল ও দ্য জয়েন্ট ফ্যামিলি এর মতো ব্যান্ডগুলোতেও কাজ করেছেন। তিনি রক ব্যান্ড এভোয়েডরাফা-এর প্রতিষ্ঠাতা সদস্য।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি বাবার চাকরিসূত্রে লিবিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি তার ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি গিটারিস্ট ও ব্যান্ডদল 'ক্রাল'-এর প্রতিষ্ঠাতা সদস্য সাদী মুকতাফির ছোট ভাই। তার পিতার চাকরির পোস্টিং লিবিয়ায় হওয়ায় তার শৈশবকালের বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটিয়েছেন। ৫ বছর বয়সে বাংলাদেশে ফিরে আসার পর তিনি ঢাকায় ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন।[৩]

২০২১ সালে সামিরা কামিলের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

রাফাকে শৈশবকালে নজরুল গীতি এবং হারোনিয়াম শিখতে হয়েছিল, কিন্তু তখন সঙ্গীতে তার খুব আগ্রহ ছিল না। রাফার কথা মতে ক্লাস সেভেন পর্যন্ত তার মিউজিক নিয়ে আগ্রহই ছিলনা। তিনি সাইকোকাইনেসিস, ক্রাল, অর্থহীন, ক্রিপটিক ফেট, সিভিয়ার ডিমেনশিয়া, পাওয়ার সার্জ, অ্যাভয়েড-রাফা, এ ব্যান্ডগুলির সাথে কাজ করেছেন।

মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে তিনি ‘অর্থহীন’ ব্যান্ডে গায়ক হিসেবে যোগ দেন। পরবর্তীতে এই ব্র্যান্ডে তিনি ড্রামস ও গিটারও বাজিয়েছেন। অর্থহীন ব্যান্ডে ছিলেন প্রায় ১২ বছর। অর্থহীন থেকে বের হয়ে গিয়ে ২০১৪ সালে তিনি 'অ্যাভয়েডরাফা' ব্যান্ড প্রতিষ্ঠা করেন।[৫]

গাওয়া ছাড়াও গান কম্পোজ করা, লেখা, বিভিন্ন ইন্সট্রুমেন্ট বাজানো, সাউন্ড ইঞ্জিনিয়ারিংসহ নানা কাজ করেন তিনি।[৬]

সঙ্গীতের তালিকা[সম্পাদনা]

এভোয়েডরাফা[সম্পাদনা]

(স্টুডিও অ্যালবাম)

  • ভার

অর্থহীন[সম্পাদনা]

(স্টুডিও অ্যালবাম)

ক্রাল[সম্পাদনা]

(শুধুমাত্র একক)

  • শেষ @ আগন্তুক ২ (২০০৪)
  • অপেক্ষায় @ লোকায়ত (২০০৪)
  • এক জানালা আকাশের মানচিত্র @ আন্ডারগ্রাউন্ড (২০০৬)
  • ক্লান্ত বহুমাত্রিকতা @ আন্ডারগ্রাউন্ড ২ (২০০৭)
  • সং ফর জুয়েল ভাই @ রক ১০১ (২০০৮)
  • সংজ্ঞা মনুষ্যত্ব @ রক ৩০৩ (২০০৯)
  • সংজ্ঞা সংযম @ রক ৫০৫ (২০১০)
  • সূর্যায়নের শুরু @ রক ৬০৬ (২০১১)

সেভিয়ার ডিমেনশিয়া[সম্পাদনা]

(শুধুমাত্র একক)

  • হাওলস অফ মুর্শিদাবাদ @ রাইজ অফ দ্য ইস্টার্ন ব্লাড (২০০৭)
  • পূর্বাঞ্চলীয় রক্তের মুর্শিদাবাদ @ রাইজ অফ হাওলস (২০০৭)
  • ক্রিডেন্স অফ ফোর্ট উইলিয়াম @ রাইজ অফ দ্য ইস্টার্ন ব্লাড (২০০৭)
  • শাডার থি ইনসিন্সড গডেস @ রক ৫০৫ (২০১০)

দ্য জয়েন্ট ফ্যামিলি[সম্পাদনা]

(শুধুমাত্র একক)

  • রেভ্যুলেশন @ রক ২০২ (২০০৯)
  • ভার @ আশুর (২০১০)
  • দ্য বাইসাইকেল ডে @ রক ৪০৪ (২০১০)
  • ভিশন অফ এ মাইন্ডস গার্ডেন @ রক ৭০৭ (২০১১)

ড্রিপ্পিং গোরের সঙ্গে (শুধুমাত্র একক)

  • বিমোড় মনুষ্যত্বের উদ্ভাসন @ আগন্তুক ২ (২০০৫)

ক্রিপটিক ফেট[সম্পাদনা]

(স্টুডিও এলবাম)

  • নয় মাস (২০১৩)

সলো ক্যারিয়ার[সম্পাদনা]

(শুধুমাত্র একক)

  • স্মৃতিচারণ @ ক্রমান্বয় (২০০৯)
  • পিছুটান @ ক্রমান্বয় (২০০৯)
  • একটু বৃষ্টি @ দ্য হিট এলবাম ২ (২০১০)
  • তুই নেই তাই @ ডিপ নেভার আগে (২০১০)
  • আবার (উকুলেলে ভার্সন) (২০১৪)
  • তুমি আর আমি @ অতঃপর (২০১৪)
  • তুই, আমি আর তোরা @ ভিটামিন টি (২০১৪)
  • আমি আকাশ পাঠাবো @ আমি আকাশ পাঠাবো (২০১৫)[৭]
  • হাতটা দাও না বাড়িয়ে @ হাতটা দাও না বাড়িয়ে ( ২০১৬)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Adnin, Nazia Nusrat (৬ নভেম্বর ২০১২)। "Rafa: a versatile rocker"New Age। Dhaka। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Plugged: Raef Al Hasan Rafa"Star Campus। The Daily Star। ২৯ জুলাই ২০১২। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  3. Suraiya, Sameeha (১ জুলাই ২০১১)। "The Rock 'n' Roller at School"Star Campus (Interview)। The Daily Star। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  4. "বিয়ে করলেন রাফা–সামিরা"দৈনিক প্রথম আলো। Archived from the original on ২০২১-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০ 
  5. আনন্দ, শরীফুল হক; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'ব্যান্ড সংগীতের সুসময়টা ফিরছে'"। ২০২১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০ 
  6. "গান-গল্প:তরুণ প্রজন্মের শিল্পী রায়েফ আল হাসান রাফা"। ২০১৫-১১-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০ 
  7. "Jon and Aparna pair up again for Valentine"Dhaka Tribune। ৩ ফেব্রুয়ারি ২০১৫। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • Emon, Emran Mahbub (২১ জুলাই ২০১১)। "Mystique Inspiration"Star Campus। The Daily Star। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  • Raef al Hasan Rafa, metal-archives.com